ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেলওয়ের এসএসএই,ইনচার্জ (লোকো) এর ক্ষমতার অপব্যবহার

প্রকাশিত: ০০:৫৩, ২৮ অক্টোবর ২০১৬

রেলওয়ের এসএসএই,ইনচার্জ (লোকো) এর ক্ষমতার অপব্যবহার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পারবর্তীপুরস্থ বিএনপি পন্থী রেলওয়ের এসএসএই,ইনচার্জ (লোকো) আব্দুল মতিন ক্ষমতার অপব্যবহার করে তার অধীনস্ত শ্রমিকলীগ সদস্য এসএলএম কবি আবুল কালাম আজাদকে নানাভাবে নাজেহাল করছেন। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সরকারী নিয়মানুযায়ী অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কেন টাঙ্গানো হয়নি বলে বক্তব্যে প্রতিবাদ করার পর থেকে তিনি নাজেহাল শুরু করেন। আজ শুক্রবার বিকেলে এসএলএম কবি আবুল কালাম আজাদ ঈশ্বরদীস্থ জাতীয় সাংবাদিক সোসাইটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। এসময় একাধিক এসএলএম উপস্থিত ছিলেন। তিনি বলেন,আমি গত ২৯ আগস্ট অসুস্থতা জনিত কারণে বিধি মোতাবেক পারবর্তীপুরস্থ বিএনপি পন্থী রেলওয়ের এসএসএই,ইনচার্জ (লোকো) আব্দুল মতিনের নিকট তিন দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করি। কিন্তু তিনি আমাকে ছুটি দেননা। ফলে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য আমি যথা সময়ে ডিএমও পাকশীর আনফিট নং-৩৯ তারিখ ৩০.০৮.২০১৬ উক্ত এসএসএই,ইনচার্জ (লোকো) আব্দুল মতিনের নিকট পাঠিয়ে দিই। এবং পাকশী ডিএমওর অধীনস্থ হাসপাতালে ২১ দিন চিকিৎসা গ্রহন করি। সুস্থ্য হওয়ার পর নিয়মানুযায়ী আমি কাজে যোদানের জন্য গত ২১ সেপ্টেম্বর ডিএমই পাকশীর নিকট আবেদন করি। কিন্তু উক্ত মতিন শত্রুতা মূলক ভাবে আমাকে ২৮ অক্টোবর কর্মস্থলে অনুপস্থিত দেখান। অথচ আমি ঐদিন কর্মস্থলে দায়িত্ব পালন করি। যার প্রমান রয়েছে অনডিউটি খাতা, হাজিরা খাতা, ডিউটি রোস্টার ও অফিস কর্তৃক দেওয়া মাইলেস প্রতিবেদনে। মাইলেস প্রতিবেদন শীটে দেখা যায়, কবি আবুল কালাম আজাদ ২৮ ও ২৯ অক্টোবর কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এজন্য নিয়মানুযায়ী তাকে ৩’শ মাইলেসও দেওয়া হয়েছে।
×