ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বৃষ্টি বাগড়ায় প্রথম দিনের খেলার সমাপ্তি

প্রকাশিত: ০০:২১, ২৮ অক্টোবর ২০১৬

বৃষ্টি বাগড়ায় প্রথম দিনের খেলার সমাপ্তি

অনলাইন রিপোর্টার ॥ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২২০ রানে ইনিংস শেষ করেছে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৫০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৬.৩ ওভারে ২৬ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ইংলিশ ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানের বলে উইকেটের পিছনে থাকা মুশফিকের হাতে ক্যাচ দিয়ে এদিন সাজঘরে ফিরেছেন ওপেনার বেন ডাকেট। ফেরার আগে তিনি সংগ্রহ করেছেন ৭ রান। এরপর দলীয় ২৪ রানের সময় মেহেদি হাসান মিরাজের এলবিডাব্লিউয়ের শিকার হন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। সাজঘরে ফেরার আগে কুক করেন ১৪ রান। দলীয় ৪৪ রানের সময় ৯ রান করা গ্যারি ব্যালান্সের উইকেটটিও তুলে নেন মিরাজ। নিজেদের প্রথম ইনিংসে ১২.৩ ওভার ব্যাট করার পর বৃষ্টি হানা দেয় মিরপুরের মাঠে। ফলে ৪ টা ৩২ মিনিটে প্রথদিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ রেফরি রঞ্জন মাদুগালে। বৃষ্টি হানা দেওয়ার আগে ইংলিশরা সংগ্রহ করে ৩ উইকেটে ৫০ রান। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ২৯ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯টায়।
×