ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:০৭, ২৮ অক্টোবর ২০১৬

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এমসিসকিউ পরীক্ষা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৪টি এবং ক্যাম্পাসের বাইরে ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে এই ইউনিটের ১ হাজার ৫৪০টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ১৭০ জন আবেদন করেছিলেন এবার। তবে এই ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতির বিভিন্ন অভিযোগে সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান, ওই সাত পরীক্ষার্থীকে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেছেন তারা। প্রক্টর জানান, নীলক্ষেত হাই স্কুল কেন্দ্র থেকে তারেকুল ইসলাম তুহিন, কার্জন হলের ট্রিপল ই কেন্দ্র থেকে আবদুল্লাহ আল মহসী ও আজিমুল আবিদ খান রিফাত, কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে মিলন হোসেন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে তৌহিদুল ইসলাম সবুজ ও এনামুল হক এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আবু সাইদকে আটক করা হয়। এছাড়া সিদ্ধেশ্বরী হাই স্কুল কেন্দ্রের বাইরে থেকে রাব্বিক হাসান মন এবং মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের তাসকিনুর রহমান তমালকে প্রাথমিকভাবে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় মোবাইল ডিভাইস বা ইলেক্ট্রনিক যন্ত্র সরবরাহ করা নিষেধ থাকলেও আকটকৃতরা তা মানেনি এবং সেকারণেই তাদের আটক করা হয় বলে জানা গেছে।
×