ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভূমিধসে কলম্বিয়ায় নিহত ৬

প্রকাশিত: ২১:২৪, ২৮ অক্টোবর ২০১৬

ভূমিধসে কলম্বিয়ায় নিহত ৬

অনলাইন ডেস্ক॥ কলম্বিয়ার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ওপর ভূমিধসে অন্ততপক্ষে ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি বলছে, বুধবার কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিন অভিমুখী মহাসড়কে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ে। পাহাড়ি অংশ থেকে ধসে পড়া মাটিতে ওই অঞ্চলের প্রায় দুটি ফুটবল মাঠের সমান জায়গা ঢেকে যায়। এই বিপুল পরিমাণ মাটির নিচে দুটি গাড়ি, একটি লরি ও দুটি মটরসাইকেল চাপা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। উদ্ধারকারীরা মাটির নিচে আরো কেউ চাপা পড়েছেন কিনা তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। মেডেলিন শহরের ১২ কিলোমিটার উত্তরে কোপাকাবানা এলাকায় ভূমিধসের এই ঘটনাটি ঘটেছে। কলম্বিয়ার পাহাড়ি অঞ্চলে ভূমিধস একটি নৈমিত্তিক ঘটনা। বিশেষ করে ভারী বৃষ্টির সময় প্রায় ভূমিধস হয়ে থাকে। ছয়বছর আগে কোপাকাবানার দক্ষিণে কয়েক কিলোমিটার দূরে বেল্লো শহরে ডজনেরও বেশি ঘর-বাড়ি ভূমিধসে চাপা পড়লে ৮৫ জনের মৃত্যু হয়।
×