ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টোকিওতে 'নাসিমা'

প্রকাশিত: ২১:১৯, ২৮ অক্টোবর ২০১৬

টোকিওতে 'নাসিমা'

অনলাইন ডেস্ক॥ গুপী বাঘা এবং জাপানের টেলিকম স্টাফের যৌথ প্রযোজনায় বাংলাদেশের প্রথম নারী সার্ফার নাসিমা’র সার্ফিং-জীবন ও কক্সবাজারের সার্ফিং নিয়ে নির্মিত ডকুমেন্টারি সিনেমা ‘নাসিমা’র প্রথম প্রদর্শনী হতে যাচ্ছে জাপানের টোকিও শহরে। ছবিটি দেখানো হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ডকুমেন্টারি ফেস্টিভ্যাল ‘টোকিও ডকস’ এ। এই ছবিটি একত্রে যৌথভাবে পরিচালনা করেছেন “গুপী-বাঘা প্রোডাকশন্স লিমিটেড” এর কর্ণধার আরিফুর রহমান-বিজন জুটি। তাদের প্রথম ফিচার ফিল্ম ‘মাটির প্রজার দেশে’ এ বছর সিয়াটলে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের সেরা ছবি নির্বাচিত হয়েছে। আরিফ ও বিজন তাদের প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা থেকে গত বছর ‘টোকিও ডকস’এর প্রতিযোগিতা বিভাগ ‘কালার অব এশিয়া’ তে অংশগ্রহণ করেছিলেন। সেটাই ছিল টোকিও ডকসে প্রথমবারের মত বাংলাদেশের কারো অংশগ্রহণ। গত বছর টোকিও ডকসের পঞ্চম আসরে 'কালারস অফ এশিয়া' ডকুমেন্টারি প্রস্তাবনার প্রতিযোগিতায় সমগ্র এশিয়ার অসংখ্য গল্পের মাঝে প্রথম ৪টি প্রোডাকশনস অর্থ পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে আরিফ-বিজনের বাংলাদেশ ভিত্তিক গল্প। এরপর টানা এক বছর শুটিং এর পর শেষ হয় ছবির কাজ। জাপানের টোকিও শহরে আগামী ৬ ই নভেম্বর শুরু হতে যাওয়া টোকিও ডকসের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ‘নাসিমা’ ছবিটি। ‘টোকিও ডকস’এর আমন্ত্রণে উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে টোকিও যাচ্ছেন আরিফুর রহমান। সেখানে ছবির প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থকে আসা নবীন নির্মাতাদের সাথে তাঁর ছবি নির্মাণের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি। সার্ফিং বাংলাদেশে খেলা হিসেবে একেবারেই নতুন, মূলত বিদেশী পর্যটকদের সার্ফিং দেখে দেখে সার্ফিং শুরু করেন জাফর আলম। তাকে দেখে অনুপ্রাণিত নাসিমা সার্ফিং এ আসেন এবং পর পর চারবারের জাতীয় সার্ফিং চ্যাম্পিয়ান হন ছেলে-মেয়ে উভয়ের মধ্যে। যখন দেশের গণ্ডি পেরিয়ে নাসিমার নাম ছড়িয়ে পড়ছিল সারা বিশ্বে, ঠিক তখনি সার্ফিং ছেড়ে দিতে বাধ্য হন নাসিমা। কিন্তু সার্ফিং ছাড়া তার’র জীবন অর্থহীন হয়ে যায়। শুরু হয় নাসিমার সার্ফিং এ ফেরার লড়াই, দু বছর পর আবার প্রতিযোগিতায় নাম লেখান নাসিমা, নাসিমা কি পারবেন ফিরতে? এসব ঘটনা প্রবাহের ভেতর দিয়ে এবং এই প্রশ্নের উত্তরের খোঁজে এই ছবিতে দেখানো হয়েছে নাসিমা’র এক গল্পের মত জীবন। টোকিও ডকসে দেখানো হবে ছবিটির ৩০ মিনিটের একটি ভার্শন। পরবর্তীতে বিশ্বের অন্যান্য ফেস্টিভ্যালে ছবিটির ফিচার ভার্শন প্রতিযোগিতা বিভাগে লড়বে। ‘নাসিমা' ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি দিতে চান আরিফ-বিজন।
×