ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন আফ্রিদি

প্রকাশিত: ২১:০৯, ২৮ অক্টোবর ২০১৬

ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন আফ্রিদি

অনলাইন ডেস্ক॥ পাকিস্তান ক্রিকেট বোর্ড শহীদ খান আফ্রিদিকে এবার প্রায় সরাসরিই বুঝিয়ে দিল পাকিস্তান ক্রিকেট দলে তাকে আর দরকার নেই। এতদিন ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করলেও এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিল সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। ভারতে আয়োজিত টি২০ বিশ্বকাপের পর থেকেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল তার। অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে হয়েছিল। কিন্তু নিজে থেকে অবসর নেওয়ার কথা জানাননি তিনি। শহীদ খান আফ্রিদি তিন ফরম্যাটেই পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। গত সেন্ট্রাল চুক্তিতেও সর্বোচ্চ ‘এ’ বিভাগেই ছিলেন আফ্রিদি। আর এ যাত্রায় জায়গাই পেলেন না চুক্তিতে। শুধু তিনি নন এই বাদের তালিকায় রয়েছেন সৈয়দ আজমল। আগের চুক্তিতে তার উপর আইসিসির নির্বাসন থাকলেও তাঁকে রাখা হয়েছিল। তিনি শেষ দেশের হয়ে খেলেছেন ২০১৫র এপ্রিলে। এ ছাড়া বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার জুনায়েদ খান। উঠে এসেছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। অধিনায়ক মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে রেখে দেওয়া হয়েছে চুক্তিতে। চুক্তিতে থাকলেও আহমেদ শেহজাদ ও উমর আকমলের অধঃপতন হয়েছে।
×