ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক ঢাকায়

প্রকাশিত: ২০:৫৯, ২৮ অক্টোবর ২০১৬

অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক ঢাকায়

অনলাইন ডেস্ক॥ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী বছরের (২০১৭ সাল) আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এর আগে বাংলাদেশ-ইংল্যান্ড চলতি সিরিজের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা পর্যবেক্ষক শিন ক্যারল। ইংল্যান্ড ক্রিকেট দলের কর্মকর্তাদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ক্যারল। ধারণা করা হচ্ছে আজ শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও মাঠে উপস্থিত থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে তারা। ক্যারোলের বাংলাদেশ সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি ক্রিকইনফোকে বলেন, `আমরা ক্যারোলের সফর সম্পর্কে আগে থেকেই জানতাম। তিনি এসেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের নিরাপত্তা ব্যবস্থাকে স্বচক্ষে দেখতে চেয়েছেন
×