ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে অসুস্থ্য নববধূকে চিকিৎসার নামে যৌণ হয়রানী

প্রকাশিত: ১৯:৫২, ২৮ অক্টোবর ২০১৬

বরিশালে অসুস্থ্য নববধূকে চিকিৎসার নামে যৌণ হয়রানী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জ্বরে আক্রান্ত অসুস্থ্য নববধূ শাশুড়ির সাথে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ডাক্তারের কক্ষে বসে যৌণ হয়রানীর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য একটি মহল মোটা অংকের টাকার বিনিময়ে সালিশ বৈঠকের মিথ্যে অপপ্রচার শুরু করেছেন। ঘটনার পর গত দশদিন ধরে অভিযুক্ত পল¬ী চিকিৎসক নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজারের। আজ শুক্রবার সকালে বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের নির্যাতিতা ওই নববধূ সাংবাদিকদের জানান, তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শাশুড়ি সেতারা বেগম গত ১৯ অক্টোবর তাকে পল¬ী চিকিৎসক আশ্রাফুল ইসলাম অসির বার্থী বাজারের চেম্বারে নিয়ে যায়। ওই চিকিৎসক তার শাশুড়িকে চেম্বারের সামনে বসিয়ে তাকে পিছনের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে চিকিৎসার নামে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ¬ীলতাহানী করে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে শাশুড়ি সেতারা বেগমসহ স্থানীয়রা এগিয়ে আসলে ডাক্তার অসি পিছনের দরজা খুলে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা সালিশ বৈঠক কিংবা জরিমানার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমিসহ যাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হয়েছে তারা সবাই আওয়ামীলীগের সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকায় ছিলাম। তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল আমাকেসহ বর্তমান পরিষদের সদস্যদের সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যে অপবাদ রটিয়েছে।
×