ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১ নবেম্বর শুরু

প্রকাশিত: ০৮:৪৪, ২৮ অক্টোবর ২০১৬

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১ নবেম্বর শুরু

এখন থেকে সারাদেশের করদাতারা ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ডিজিটাল এই পদ্ধতিতে কর পরিশোধও করা যাবে ই-পেমেন্টের মাধ্যমে। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্র এবং সার্টিফিকেটও মিলবে অনলাইনে। বৃহস্পতিবার সেগুনবাগিচায় কর অঞ্চল-৪ এ পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। খবর বাসসর। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফজর এইচ উদ্দিন বক্তব্য রাখেন। ডিজিটাল এই কার্যক্রম এনবিআর আয়কর অনুবিভাগের স্ট্রেনদেনিং গবর্নেন্স ম্যানেজমেন্ট প্রকল্পের (এসজিএমপি) আওতায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে দেশব্যাপী ৩১ কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯ আয়কর সার্কেল অফিস মূল সার্ভারে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এনবিআর সদস্য ও এসজিএমপির প্রকল্প পরিচালক কালিপদ হালদার। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আগামী ১ নবেম্বর থেকে অনলাইনে সবাই রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। ওই দিন ঢাকায় কর মেলায় অর্থমন্ত্রী এএমএ মুহিত এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
×