ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্যোগ ঝুঁকি

দিল্লীতে ৩ নবেম্বর থেকে এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন

প্রকাশিত: ০৮:৩৮, ২৮ অক্টোবর ২০১৬

দিল্লীতে ৩ নবেম্বর থেকে এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন

দুর্যোগকালীন ঝুঁকি কমানোর লক্ষ্যে এশীয় দেশগুলোর প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩ থেকে ৫ নবেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হবে। খবর বাসসর। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুর্যোগকালীন ঝুঁকি কমানোর জন্যে এশীয় দেশসমূহে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে লক্ষ্যে সম্মেলনে “এশীয় আঞ্চলিক পরিকল্পনা” গ্রহণ করা হবে। সম্মেলন শেষে ‘দিল্লী ঘোষণায়’ দুর্যোগ প্রতিরোধ ও ঝুঁকি কমাতে অংশ গ্রহণকারী সরকার সমূহের প্রতিশ্রুতির বিশদ ব্যাখ্যা থাকবে।
×