ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুলহাজ-তনয় হত্যা

রাশিদুল নবী একদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:০৩, ২৮ অক্টোবর ২০১৬

রাশিদুল নবী একদিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’ সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় রাশিদুল নবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক বাহার উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গত ১৬ অক্টোবর রাতে রাশেদুলকে সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে ১৭ অক্টোবর জবি ছাত্র ব্লগার নাজিম হত্যা মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জুলহাজ-তনয় হত্যা মামলায় শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে একজনকেও দুদফা ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ করা হয়েছে। গত ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাসের বাসায় খুন হন জুলহাজ ও তনয়। নিহত তনয় ছিলেন নাট্যকর্মী।
×