ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি নিয়ে অশ্লীল স্ট্যাটাস

কাস্টমস কর্মকর্তা সুশান্তকে স্ট্যান্ডরিলিজ

প্রকাশিত: ০৮:০০, ২৮ অক্টোবর ২০১৬

কাস্টমস কর্মকর্তা সুশান্তকে স্ট্যান্ডরিলিজ

বিডিনিউজ ॥ শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’ বিষয়ে এক ফেসবুক পোস্টে ঢাবি সম্পর্কে ‘অশ্লীল, মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য দেয়ার অভিযোগে মামলার পর কাস্টমস কর্মকর্তা সুশান্ত পালকে খুলনা থেকে রংপুরে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। অর্থাৎ নতুন কর্মস্থলে তাকে সঙ্গে সঙ্গে যোগদান করতে হবে। বৃহস্পতিবার বদলির এই আদেশে একই সঙ্গে বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে মানসিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিশনারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ সহকারী কমিশনার সুশান্ত পাল ৩০তম বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে শুল্ক বিভাগে যোগ দেন। । গত সপ্তাহে সুশান্ত পাল তার ফেসবুক পাতায় ঢাবির নতুন শিক্ষার্থীদের ওপর পুরনোদের মানসিক নির্যাতন ‘র‌্যাগিং’ বিষয়ে ওই পোস্ট দেন। গল্পের আদলে দেয়া পোস্টটিতে দেখানো হয়, বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’ দিতে গিয়ে যৌন নির্যাতনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর ক্ষমা চেয়ে পোস্টটি সরিয়ে নেন সুশান্ত। এর পরও ঢাবি শিক্ষার্থীরা গত রবিবার মানববন্ধনের পর মিছিল করে প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। সরকারী কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন ঢাবি শিক্ষার্থী মোতাকাব্বির খান প্রবাস। ওই মামলার পর পরই এনবিআর তার বিরুদ্ধে পদক্ষেপ নিল।
×