ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে অর্ধেক মাথার অদ্ভুত শিশুর জন্ম

প্রকাশিত: ০৭:৫৬, ২৮ অক্টোবর ২০১৬

মীরসরাইয়ে অর্ধেক  মাথার অদ্ভুত শিশুর জন্ম

চট্টগ্রাম অফিস/ মীরসরাই সংবাদদাতা ॥ হাত, পা সবই ঠিক আছে। এরপরও শিশুটি দেখতে অস্বাভাবিক। কারণ তার মাথা অর্ধেক। শরীরের চামড়াগুলো প্লাস্টিকের মতো। ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্যালসিয়ামের অভাব। এমন একটি শিশুর জন্ম হয়েছে মীরসরাইয়ের বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ২০৪ নম্বর কক্ষে। শিশুটির জন্মদাতা ইছাখালি ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের প্রবাসী সাইফুল ইসলাম ও ফাহমিদা আক্তার কলি দম্পতি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মীরসরাইয়ের বারইয়ারহাট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জানাজানি হলে শিশুটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা। বারইয়ারহাট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তাদের হাসপাতালে প্রসূতি ফাহমিদা আক্তার কলি ভর্তি হন। বিকেলে প্রসববেদনা শুরু হয়। পরে হাসপাতালের চিকিৎসক শামীম আরা নাসরিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে কলির একটি ছেলে সন্তান জন্ম হয়। কিন্তু ছেলেটি দেখতে অস্বাভাবিক। অর্ধমস্তকের এই শিশুটির শরীরের চামড়া কুঁচকানো। কিন্তু চুল আছে। ক্যালসিয়ামের অভাবে এমনটা হয়েছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারণা । বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী ও গাইনি বিশেষজ্ঞ শামীম আরা নাসরিন জানান, প্রসূতি ফাহমিদা আক্তার কলি আমাদের হাসপাতালে ভর্তি হন। ওইদিন বিকেলে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু তার মাথা অর্ধেক ও শরীরের চামড়াগুলো অদ্ভুত। একলামসিয়া রোগে আক্রান্ত হওয়ায় এমন সমস্যা হয়েছে বলে তিনি জানান। তবে মা ও শিশু এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। এই অস্বাভাবিক শিশুকে দেখতে শত শত উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন।
×