ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাদিজার অবস্থার আরও উন্নতি, কেবিনে স্থানান্তর

প্রকাশিত: ০৭:৫৫, ২৮ অক্টোবর ২০১৬

খাদিজার অবস্থার আরও উন্নতি, কেবিনে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসারত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার শারীরিক অবস্থার আরও একধাপ উন্নতি হয়েছে। সে শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে ডাক্তাররা আশাবাদী। বৃহস্পতিবার তাকে ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’ (এইচডিইউ) থেকে স্থানান্তর করে কেবিনে নেয়া হয়েছে। খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বাবা মাসুক মিয়া বলেন, সে এখন আগের চেয়ে অনেক ভাল। পরিবার-পরিজনদের চিনতে পারে। তবে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। কথা বলার চেষ্টা করলেও কথাগুলো স্পষ্ট করে বোঝা যায় না। তবে ডাক্তাররা বলছেন, খাদিজার শারীরিক অবস্থার যেভাবে উন্নতি হচ্ছে সে শীঘ্রই কথা বলতে পারবে। মাসুক মিয়া বলেন, ডান হাত ও ডান পা নড়াচড়া করতে পারলেও এখনও তার বাম হাত ও বাম পা অবশ অবস্থায় রয়েছে। তার বাম হাত ও পায়ে ডাক্তাররা এখন বিভিন্ন ধরনের ব্যয়াম করাচ্ছেন। দুই/তিন সপ্তাহের মধ্যে তার বাম হাত ও পায়ে অস্ত্রোপচার করা হবে। খাবার হিসেবে বৃহস্পতিবারও ডাক্তাররা খাদিজাকে শক্ত খাবারের সঙ্গে জেলি, লাচ্ছি ও জুস খেতে দিয়েছেন। মাসুক মিয়া বলেন, এখন আমরা শতভাগ আশাবাদী খাদিজা আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
×