ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চালকসহ তিনজনকে অচেতন করে তেলবাহী ট্রাক লুট, কলেজছাত্রকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৭:৫৪, ২৮ অক্টোবর ২০১৬

চালকসহ তিনজনকে অচেতন করে তেলবাহী ট্রাক লুট, কলেজছাত্রকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যরা চালকসহ তিনজনকে অচেতন করে তেলবাহী ট্রাক লুটে নিয়ে গেছে। এদিকে মালিবাগে ছিনতাইকারীরা এক কলেজছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। এছাড়া ২৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অজ্ঞান পার্টির সদস্যরা ট্রাকচালকসহ তিনজনকে অচেতন করে তেলবাহী ট্রাক লুট করে নিয়ে গেছে। বিকেলে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বিশ্বনাথ, সিদ্দিক এবং মর্তুজা। আহত মর্তুজার মামা আব্দুর রশিদ জানান, বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাটের আবুল কালামের কাছ থেকে ১৫ ব্যারেল (৬০ ড্রাম) সরিষার তেল ট্রাকে লোড করে বিশ্বনাথ, মর্তুজা ও সিদ্দিক। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার সাদ্দাম মার্কেটের এসকে প্রোডাক্টের আব্দুর সাত্তারের কাছে তাদের সরিষার তেল ডেলিভারি দেয়ার কথা ছিল। তিনি জানান, ওই দিন রাত ১০টা পর্যন্ত ওই তিনজনের সঙ্গে আবুল কালামের কথা হয়েছে। এর পর আর কোন যোগাযোগ করা যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকার সেজান জুস ফ্যাক্টরির সামনে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন পকেটে থাকা মোবাইল নম্বর পেয়ে আমাকে (রশিদ, মর্তুজার মামা) ফোন দেয়। পরে তাদের উদ্ধার করে একটি পিকআপভ্যানে করে বিকেল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আব্দুর রশিদ জানান, তেলবোঝাই ট্রাকের কোন হদিস পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের স্টমাক ওয়াশ করার সময় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ছিনতাই ॥ রাজধানীর মালিবাগ রেলগেটের সামনে ছিনতাইকারীরা নুরুল হক (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ছুরিকাঘাতে তার ডান হাতের একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত নুরুল হক জানান, তিনি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও পূর্ব গোড়ানের বাসা থেকে মামাত ভাই নজরুল ইসলামসহ রিক্সাযোগে মৌচাক মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মালিবাগ রেলগেটে ফরচুন মার্কেটের সামনে তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি (নুরুল হক) হাত দিয়ে বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত ও ডান পায়ে আঘাত করে। ছুরিকাঘাতের কারণে তার ডান হাতের একটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। মামাত ভাই নজরুল ইসলাম ততক্ষণে রিক্সা থেকে নেমে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত নুরুল হক হাসপাতালে চিকিৎসাধীন। ২৬ মাদক ব্যবসায়ী ॥ রাজধানীতে ২৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান এ তথ্য জান। এসি হাফিজুর রহমান জানান, বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা, ৫০ পুরিয়া (৩৫২ গ্রাম) হেরোইন, ৪ কেজি ৯শ’ গ্রাম গাঁজা, ১১০ এ্যাম্পল ইনজেকশন, ৪২০ বোতল ফেনসিডিল ও ৮ বোতল দেশি (বাংলা) মদ জব্দ করে পুলিশ। অভিযানে মহানগর পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অংশ নেয়। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান হাফিজুর রহমান।
×