ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোগীদের দরদ দিয়ে চিকিৎসাসেবা দিন ॥ চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৩, ২৮ অক্টোবর ২০১৬

রোগীদের দরদ দিয়ে চিকিৎসাসেবা দিন ॥ চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রোগীদের দরদ দিয়ে চিকিৎসাসেবা দিতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের প্রত্যেক মানুষের সর্বোচ্চ চিকিৎসা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। সব কিছু করতে হচ্ছে সীমিত সম্পদ দিয়ে। সরকারী হাসপাতালগুলোতে অসহায় ও দরিদ্র মানুষের আগমনই বেশি থাকে। তাদের অনেকেই চিকিৎসাসেবা সম্পর্কে অবগত থাকেন না। তাই সরকারী হাসপাতালের বিদ্যমান অবকাঠামো, জনবল ও উপকরণের সঙ্গে দরদ দিয়ে সেবা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের কিডনি এ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ‘ইউরোগাইনো রেডিওলজি এ্যান্ড ইমেজিং’ শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন নিকডু- এর পরিচালক ডাঃ এম নুরুল হুদা লেলিন। মোহাম্মদ নাসিম বলেন, সুন্দর ভবন, সুন্দর যন্ত্রপাতি আছে, সেই সঙ্গে রোগীদের ভাল সেবা দিতে হবে। রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে স্বাস্থ্যসেবা দিতে সরকারী হাসপাতালের পাশাপাশি বেসরকারী হাসপাতালগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে। দেশে প্রতিবছর নতুন নতুন মেডিক্যাল হাসপাতাল প্রতিষ্ঠা করছে সরকার। জেলা ও থানা পর্যায়ের হাসপাতালগুলোর রোগীদের আসন বাড়ানো হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি দেয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্যই আজ বাংলাদেশের মানুষ দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। আগামীতে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০ টি ডায়ালাইসিস মেশিন বসানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
×