ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবিশ্বাস্য ধূমপায়ী

প্রকাশিত: ০৬:৪৮, ২৮ অক্টোবর ২০১৬

অবিশ্বাস্য ধূমপায়ী

‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই’ এ কথার মাধ্যমে কবি বেঁচে থাকার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু ‘জন্মিলে মরিতে হবে’- এ কথাটিও অস্বীকার করা যায় না। জীবন-মৃত্যুর এ খেলায় আয়ুর অঙ্কটি শতবর্ষ পার করতে পারেন এমন মানুষের সংখ্যা হাতে গোনা। এ ভাগ্যবানদের তালিকায় রয়েছেন মাইসি স্ট্র্যাং। সম্প্রতি ১০২তম জন্মদিন পালন করেছেন তিনি। কিন্তু শতবর্ষ আয়ুর মাইলফলকে পৌঁছানোর ক্ষেত্রে মোটেও শৃঙ্খল জীবনযাপন করেননি মাইসি। প্রচলিত মতে, ধূমপান করলে মানুষের আয়ু কমে যায়। ক্যানসারের অন্যতম কারণ এটি। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, ৭৫ বছর ধরে প্রতিদিন ২০টি করে সিগারেট পান করেছেন মাইসি। শুধু তাই নয়, প্রতিদিন শোবার আগে একবার করে মদের পেয়ালাতেও চুমুক দেন এই বর্ষীয়ান নারী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ডেইলি মেট্রো। কিশোরী বয়সে ধূমপান শুরু করেন মাইসি। মাঝে একবার উরুর হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বয়স নব্বই পার। তারপর থেকে ধূমপান ছেড়েছেন তিনি। তবে তার পরিবর্তে মদ পানের অভ্যাস করেছেন মাইসি। এগুলো ছাড়াও আরও একটি অভ্যাস আছে মাইসির। তার ছেলে ৬৫ বছর বয়সী স্যান্ডি জানান, প্রতিদিন কলা খান মাইসি। তার এ অভ্যাস শুরু হয় যখন তিনি ডেইলি এক্সপ্রেসের সম্পাদকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ব্যস্ততার জন্য তিনি দুপুরে একটি কলা খেতেন এবং শেষ পর্যন্ত তার এই অভ্যাসটি রয়েই গেছে। স্যান্ডি বলেন, ‘কিছু মানুষের ধূমপানের ফলে বিভিন্ন অসুখ দেখা দেয়, কিন্তু তার (মাইসি) বেলায় সম্পূর্ণ উল্টো। তাকে দেখে মনে হয় না তার বয়স ১০২ বছর।’ মাইসির স্বামী এ্যালেক্স ৬৫ বছর বয়সে মারা যান। তিনি পেশায় শিক্ষক ছিলেন। মাইসি স্ট্র্যাং ১৯১৪ সালের ৫ অক্টোবর স্কটল্যান্ডের গ্ল্যাসগোর পোলোকশোসতে জন্মগ্রহণ করেন। তিনি হয়ত আরও অনেকদিন বাঁচবেন। তবে ধূমপানের বদঅভ্যাস না থাকলে হয়ত তার আয়ুর খাতা আরও বড় হতো। মারুফ খান
×