ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৪১, ২৮ অক্টোবর ২০১৬

নতুন গবেষণা

জীবন বাঁচাবে ড্রোন হামলা নয়, এবার আফ্রিকার রুয়ান্ডায় মানুষের জীবন বাঁচাতে আকাশে উড়ল ড্রোন। দেশটির দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতে নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় রক্ত ও প্লাজমা পৌঁছে দিতেই এ উদ্যোগ। বিশেষ ধরনের ড্রোনগুলো আকাশ থেকে নির্দিষ্ট স্থানে প্যারাস্যুটের মাধ্যমে পণ্য ফেলতে পারবে। বাঁকানো যাবে ব্যাটারি! প্লাস্টিকের মধ্যে থাকা হালকা-পাতলা গড়নের ব্যাটারিটি চাইলে বাঁকানো যাবে। নমনীয় হওয়ায় ঘড়ি, ফিটনেস ব্র্যান্ডসহ নানা ধরনের স্মার্ট ডিভাইসে ব্যবহারও করা যাবে লিথিয়াম আয়ন ব্যাটারিটি। জাপানের সিয়াটেক প্রযুক্তি মেলায় ব্যাটারিটি প্রদর্শন করেছে প্যানাসনিক।
×