ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৬:৪১, ২৮ অক্টোবর ২০১৬

বিজ্ঞান কণিকা

আলো সংগ্রহে রোবট পুরান ঢাকার বাড়িঘর দেখেছেন? একটি আরেকটির লাগোয়া হওয়ায় সূর্যের আলো ঢুকতে পারে না। বিদেশেও আছে এমন অনেক বাড়ি, যেখানে বৈদ্যুতিক বাতিই শেষ কথা। এসব বাড়ির কথা মাথায় রেখে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তৈরি করেছেন এমন একটি রোবট, যা প্রয়োজন অনুযায়ী সূর্যের আলো প্রতিফলিত করতে পারে। দিনের বিভিন্ন সময়ে সূর্যের দিক অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এটি সূর্যের আলো সংগ্রহ করতে পারে। মেকআপ আয়না মুখের ত্বক অনুযায়ী মেকআপ মাস্ক তৈরি করতে পারে ক্যামেরাযুক্ত স্মার্ট আয়নাটি। আয়নাটির স্পর্শনির্ভর স্ক্রিনে মেকআপ পদ্ধতি নির্বাচন করলেই তৈরি হয়ে যাবে মাস্কটি। বিভিন্ন মেকআপের সমন্বয়ে তৈরি টিস্যুর আদলে তৈরি মাস্কটি গালে চেপে ধরলেই প্রয়োজনীয় মেকআপ হয়ে যাবে। প্যানাসনিকের তৈরি আয়নাটির সাহায্যে মুখের বলিরেখা শনাক্তের পাশাপাশি সূর্যের আলোয় ক্ষতিগ্রস্ত ত্বকেরও তথ্য জানা যাবে। সূত্র : বিবিসি ওয়াই ফাই জুতা ‘ভার্জিন আমেরিকা ফার্স্ট ক্লাস শু’ নামের স্নিকারটিকে ডিজিটাল জুতা বললেও ভুল হবে না। কেননা এতে আছে ওয়াই-ফাই হটস্পটসহ বিল্টইন ফোন চার্জের সুবিধা। এখানেই শেষ নয়, এই জুতার ভেলকি, গান বা সিনেমা দেখার জন্য এতে রয়েছে একটি ভিডিও ডিসপ্লে। তিন ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেয়া স্নিকারটির দাম নিলামে এ পর্যন্ত উঠেছে আট হাজার ৯০০ ডলার। সূত্র : ডেইলি মেইল
×