ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেসি ও আমি বন্ধু নই-রোনাল্ডো

রিয়ালের গোলোৎসব ‘বিবিসি’ ছাড়াই

প্রকাশিত: ০৬:২৯, ২৮ অক্টোবর ২০১৬

রিয়ালের গোলোৎসব ‘বিবিসি’ ছাড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বিবিসি’ খ্যাত আক্রমণভাগের তিন প্রধান তারকা গ্যারেথ বেল, করিম বেনজামা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে সেরা তারকাদের ছাড়াই গোলোৎসব করে গ্যালাক্টিকোরা। স্বাগতিক কালচারাল লিওনেসাকে ৭-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের এই জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের দল। আগামী ৩০ নবেম্বর ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে লা লিগার শীর্ষে থাকা দলটি। স্পেনের তৃতীয় বিভাগের দল লিওনেসার বিরুদ্ধে দলের সেরা তারকাদের বিশ্রাম দিলেও জয় পেতে কষ্ট হয়নি রিয়ালের। অতিথিদের হয়ে আলভারো মোরাটা ও মার্কো এ্যাসেনসিও দু’টি করে গোল করেন। একটি করে গোল করেন নাচো ফার্নান্ডেস ও মারিয়ানো ডিয়াস। অন্যটি আত্মঘাতী। লিওনেসার হারের ব্যবধান কমানো একমাত্র গোলদাতা বেঞ্জামিন মার্টিনেস। শুরু থেকেই স্বাগতিকদের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা গোল উৎসবের শুরুটা করে প্রতিপক্ষের ভুলে। ম্যাচের ষষ্ঠ মিনিটে ডানদিক থেকে টনি ক্রুসের ফ্রিকিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লিওনেসার ডাচ ডিফেন্ডার জিয়ান্নি জুইভেরলুন। ৩২ মিনিটে লুকাস ভাসকেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এ্যাসেনসিও। প্রথমার্ধে মাত্র দুই গোল পেলেও বিরতির পর আরও পাঁচ গোল আদায় করে নেয় অতিথিরা। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে আরও তিনবার বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে রিয়াল। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে কোণাকুণি শটে গোলরক্ষকের দু’পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন দারুণ ফর্মে থাকা মোরাটা। ৫৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে এ্যাসেনসিওর দ্বিতীয় গোলের দুই মিনিট পর স্কোরলাইন ৫-০ করেন মোরাটা। ৬৮ মিনিটে চোখ ধাঁধানো গোল করে স্কোরশিটে নাম লেখান নাচো। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে শূন্যে লাফিয়ে অসাধারণ ভলিতে দলের ষষ্ঠ গোলটি করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ৮৪ মিনিটে রিয়ালের জালে স্বাগতিকদের একমাত্র সান্ত¡নাসূচক গোলটি করেন মার্টিনেস। যোগ করা সময়ে লিওনেসার কফিনে শেষ পেরেকটি ঠুলে দেন রিয়ালের স্প্যনিশ ফরোয়ার্ড মারিয়ানো ডিয়াস। দারুণ এই জয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে তিনি বলেন, জয়টা অসাধারণ। তিন প্রধান তারকাকে ছাড়াই এ ফলাফল দলের মনোবল আরও বাড়িয়ে দেবে। এই জয় প্রমাণ করে আমাদের দলের শক্তির গভীরতা। মোরাটা, এ্যাসেনসিওরা দেখিয়ে দিচ্ছে তারা যে কোন মুহূর্তে দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত। এদিকে এক সাক্ষাতকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, লিওনেল মেসি ও আমি বন্ধু নই, তবে একে অপরকে শ্রদ্ধা করি। গত আট বছর ধরে রোনাল্ডো ও মেসি ব্যালন ডিঅ’র নির্বাচনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। পাশাপাশি বিশ্বফুটবলে এখনও তারাই একচেটিয়া রাজত্ব করছেন। আসন্ন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার খেতাব প্রাপ্তির লড়াইয়েও এখন আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা। তবে রোনাল্ডো বলেছেন, এ নিয়ে তাদের মধ্যে কোন রকমের হানাহানি বা বিদ্বেষ নেই। সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে। মিডিয়া যদিও আমাদের দু’জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃষ্টি করতে পছন্দ করে। জুভেন্টাসের গোল উৎসব স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে গোল উৎসব করেছে জুভেন্টাস। বুধবার তারা ৪-১ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে এদিন গোল উৎসবের শুরুটা করে দেন মারিও মানজুকিচ। এরপর ৯ ও ৮৭ মিনিটে জোড়া গোল করেন জর্জিও চিয়েল্লিনি। মাঝে তৃতীয় গোলটি করেন জুভেন্টাসের মিরালেম পিজানিক। সাম্পদোরিয়ার হয়ে সান্ত¡নার একটি গোল করেন প্যাট্রিক সিচিক। জুভেন্টাস ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিলান, এ্যাটলান্টা, ল্যাজিও, নেপোলি এবং রোমা। জুভেন্টাসের মতো ল্যাজিওর জয়টাও একই ব্যবধানের। এদিন তারা ৪-১ গোলে হারায় ক্যালিয়ারিকে। ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে তোরিনোকে। নিজেদের মাঠে নেপোলি ২-০ গোলে উড়িয়ে দিয়েছে এম্পোলিকে। এছাড়া প্রতিপক্ষের মাঠে গিয়ে রোমা ৩-১ গোলের বড় জয় নিয়ে এসেছে রোমা। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি’এ লীগে নিজেদের দ্বিতীয়স্থানটা ধরে রেখেছে রোমা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। তিনে থাকা নেপোলির পয়েন্ট ২০। মৌসুমের প্রথম ১০ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে জুভেন্টাস।
×