ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটবলের দৈন্যদশা

মুখ খুললেন সাবেক ফুটবলাররা

প্রকাশিত: ০৬:২৯, ২৮ অক্টোবর ২০১৬

মুখ খুললেন সাবেক ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকের মতেই বর্তমানে দেশের ফুটবলের এ দুরবস্থার জন্য দায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটি। তাদের অযোগ্যতা আর অদক্ষতার কারণে ভুটানের মতো দুর্বল দলের কাছেও বাংলাদেশকে হারতে হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ এখন তাদের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে (১৮৮) অবস্থান করছে। ফুটবলের এ করুণ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে চান একঝাঁক সাবেক জাতীয় ফুটবলার। সে লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারওয়ার টিপু, সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, শামসুল আলম মঞ্জু, কায়সার হামিদ এবং হাসান আল মামুন। হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘আমরা ফুটবল খেলেই তারকা হয়েছি। আমাদের সেই জায়গা কেউ নিতে পারবে না। তবে ফুটবলের অধঃপতন আজ নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে।’ গোলাম সারওয়ার টিপু বলেন, ‘বিদেশী কোচদের কোন প্রকার সময় দিচ্ছেন না বাফুফে সভাপতি। দেখুন এমিলি অসুস্থ থাকার পরও তাকে দলে নেয়া হয়েছিল। অবসর দেয়ার পরও মামুনুলকে নিতে বাধ্য হয়েছেন কোচ। মূলত ফুটবলার তৈরি না করাতেই আজ এই দুরবস্থা।’ চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ ঢাকা স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন দ্বিতীয় আন্তঃশাহীন হকি টুর্নামেন্ট’ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিএএফ শাহীন কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-০ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এটা তাদের দ্বিতীয় শিরোপা। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। চ্যাম্পিয়ন দল বিএএফ শাহীন কলেজ ঢাকাকে ২৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেয়া হয়। রানার্সআপ বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে ১৫ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেয়া হয়। টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের শফিকুল ইসলাম রাজু। তাকে ৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। টুনার্মেন্টের সর্বোচ্চ গোলদাতা হন একই দলের মোস্তাফিজুর রহমান। তিনিও পান সমপরিমাণ অর্থের প্রাইজমানি। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল আবুল বাশার (ওএসপি, এনডিপি, পিএসসি এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার)। বিশেষ অতিথি ছিলেন এফএম ইকবাল বিন আনোয়ার ডন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এএইচএম আমিরুল আহসান (অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ ঢাকা)। বাংলাদেশ গলফের শিরোপা রাসেলের স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী ‘ফালদো সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ’ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে। ময়নামতি গলফ ক্লাবের মোঃ রাসেল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া অনুর্ধ-১৬ গ্রুপে আব্দুল কাদের, অ-১৮তে আফনান মাহমুদ চৌধুরী, অ-২১-এ মোঃ রাসেল এবং অ-২১-এ (মহিলা) লিজা আক্তার চ্যাম্পিয়ন হন। সমাপনী দিনে আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী জুনিয়র গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আকতার (অবঃ), টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ফেডারেশনের যুগ্ম-সচিব ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক (অবঃ), ফালদো সিরিজ এশিয়ার টুর্নামেন্ট প্রশাসক ওসমান রাফিদি বিন রামলানসহ আরও অনেকে।
×