ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যালেপকে বিদায় করলেন সিবুলকোভা

ডব্লিউটিএ ফাইনালসের সেমিতে কুজনেতসোভা

প্রকাশিত: ০৬:২৮, ২৮ অক্টোবর ২০১৬

ডব্লিউটিএ ফাইনালসের সেমিতে কুজনেতসোভা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সভেতলনা কুজনেতসোভা। রবিন রাউন্ডে বুধবার তিনি ৩-৬, ৬-২ এবং ৭-৬ সেটে চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে পরাজিত করে সিঙ্গাপুরের এই টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে উঠতে পেরে দারুণ রোমাঞ্চিত রাশিয়ান এই টেনিস তারকা। ম্যাচ শেষে সমর্থকদের কৃতিত্ব দিলেন কুজনেতসোভা। বৃহস্পতিবার জয়ের দেখা পেয়েছেন ডোমিনিকা সিবুলকোভাও। নিজের তৃতীয় ম্যাচে সিমোনা হ্যালেপকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেন সেøাভাকিয়ান তারকা। কিন্তু তারপরও সেমিফাইনালে যেতে পারবেন কি না তা নির্ভর করছে এ্যাঞ্জেলিক কারবার বনাম মেডিসন কেইসের ম্যাচের ওপর। এই ম্যাচে কারবার জিতলেই কপাল খুলবে ডোমিনিকা সিবুলকোভার। মৌসুমের শেষ বড় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত ডব্লিউটিএ ফাইনালস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ প্রমীলা খেলোয়াড় সুযোগ পান এখানে অংশগ্রহণের। চোটের কারণে সিঙ্গাপুরের এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা সেরেনা উইলিয়ামস। আর তাতেই ভাগ্য খুলে যায় রাশিয়ান টেনিস তারকা কুজনেতসোভার। শেষ খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনালসে খেলার সুযোগ পান তিনি। তবে সুযোগ পেয়েই নিজেকে দারুণভাবে মেলে ধরেন অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন কুজনেতসোভা। প্রথম ম্যাচে তো রীতিমতো ঝড় তোলেন তিনি। পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার বিপক্ষে কঠিন লড়াই জিতেন সাবেক দুই নাম্বার তারকা। তাও আবার কোর্টের মধ্যেই নিজের চুল কেটে সবাইকে হতবাক করে পিছিয়ে থাকা সেই ম্যাচ নিজের করে নেন তিনি। এবার ক্যারোলিনা পিসকোভার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেন কুজনেতসোভা। সেমিফাইনালে পৌঁছে গেলেও হোয়াইট গ্রুপে আরও একটি ম্যাচ বাকি রয়েছে কুজনেতসোভার। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন স্পেনের গারবিন মুগুরুজাকে। স্প্যানিশ তারকা ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। কিন্তু তারপরও শেষ ম্যাচটা জমবে আজ। কারণ এ বছর মুগুরুজার কাছে হেরেই ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছিলেন কুজনেতসোভা। তাই সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া রাশিয়ান তারকা। এ প্রসঙ্গে ডব্লিউটিএ ফাইনালসের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নেয়ার পর কুজনেতসোভা বলেন, ‘ফ্রেঞ্চ ওপেনে তার কাছে আমি হেরেছিলাম। এবার তাকে হারিয়ে সেই প্রতিশোধ নিতে চাই আমি। সে এখানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের একজন। তার বিপক্ষে আমি আমার সেরাটা দিয়েই খেলতে চাই।’ এদিকে বৃহস্পতিবার ডব্লিউটিএ ফাইনালসে প্রথম জয়ের দেখা পেয়েছেন ডোমিনিকা সিবুলকোভা। রোমানিয়ার সিমোনা হ্যালেপকে বিদায় করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন তিনি। সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এদিন ৬-৩ এবং ৭-৬ (৭/৫) সেটে হ্যালেপকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে যান।
×