ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বইয়ের বিক্রি বাড়াতে ক্লার্কের কৌশল!

প্রকাশিত: ০৬:২৭, ২৮ অক্টোবর ২০১৬

বইয়ের বিক্রি বাড়াতে ক্লার্কের কৌশল!

স্পোর্টস রিপোর্টার ॥ মাইকেল ক্লার্কের আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর সতীর্থদের সঙ্গে তার পুরনো বিবাদ নতুন করে আলোচনায়। কয়েকদিন আগে শেন ওয়াটসনকে ‘দলের জন্য টিউমার’ বলে মন্তব্য করে সমালোচিত হন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক। এবার ক্লার্কের কঠোর সমালোচনা করলেন তার সাবেক সতীর্থ সাইমন ক্যাটিচ। ওয়াটসনকে ‘টিউমার’ বলার প্রসঙ্গটি টেনে তিনি বলেন, ‘ক্লার্ক নিজের বই বিক্রির জন্যই এসব কাদা ছোড়াছুড়ি করছে!’ যদিও কিছুদিন আগে ক্লার্ক বলেছিলেন, তার আর ক্যাটিচের সম্পর্ক এখন স্বাভাবিক। কিন্তু ক্যাটিচ যেন তার উল্টো পথে হাঁটলেন। দল থেকে বাদ পড়ার প্রসঙ্গ টেনে এনে তিনি আরও যোগ করেন, ‘আমি আমার পয়েন্ট অব ভিউ (বাদ পড়ার কারণ) থেকে সরে আসিনি। অনেক বছর হয়ে গেলেও ওর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোন কারণ নেই। ক্লার্ককে যতদূর চিনি তাতে এই মুহূর্তে সে এসব ঘটনা প্রচার করে নিজের বই বিক্রির চেষ্টা করছে!’ ক্যাটিচ আর ক্লার্ক যেন একে অপরের চিরশত্রু ছিলেন। ২০১১ সালে চুক্তি থেকে বাদ পড়ায় ক্যাটিচ সরাসরি অধিনায়ক ক্লার্ককে দায়ী করেছিলেন। তার আগে ২০০৯-এ সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর বান্ধবী লারা বিঙ্গল প্রসঙ্গে কথা বলায় ক্লার্ক তার কলার চেপে ধরেছিলেন বলে অভিযোগ ক্যাটিচের! এদিকে আত্মজীবনী গ্রন্থ নিয়ে যত বিতর্ক, আলোচনা-সমালোচনা হোক তাতে বিক্রি কিন্তু থেমে নেই। ভক্তরা ঠিকই লুফে নিচ্ছেন মাইকেল ক্লার্কের বই। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিক্রি হওয়া বইয়ে অটোগ্রাফ দিয়ে উৎসাহিত করেছেন ক্রেতাদের। স্থানীয় ও বিদেশী পর্যটকরাও বই কেনার জন্য লাইন দিচ্ছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে। বই হাতে পেয়েছেন আস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের দিলশাদ খান। অসি গ্রেটের সঙ্গে বই হাতে ছবি তুলেছেন তিনি। আর বইতে রয়েছে ক্লার্কের অটোগ্রাফ। দিলশাদ খান দৈনিক জনকণ্ঠের প্রধান বার্তা সম্পাদক কামরুল ইসলাম খানের বড় মেয়ে।
×