ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ অনুরোধ জানিয়েছে

তাইজউদ্দিনকে ফেরত পাঠাতে দঃ আফ্রিকা সহযোগিতা করবে

প্রকাশিত: ০৬:১১, ২৮ অক্টোবর ২০১৬

তাইজউদ্দিনকে ফেরত পাঠাতে দঃ আফ্রিকা সহযোগিতা করবে

কূটনৈতিক রিপোর্টার ॥ ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অন্যতম পলাতক আসামি মাওলানা তাইজউদ্দিনকে ফেরত পাঠানোর জন্য দক্ষিণ আফ্রিকার নিকট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মাওলানা তাইজউদ্দিনকে ফেরত পাঠাতে দক্ষিণ আফ্রিকা সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছে। এছাড়া আগামী বছর ৭ মার্চ জাকার্তায় প্রথমবারের মতো ইন্ডিয়ান ওশেন রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার বালিতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী নোমেইনদিয়া মেফেকেতোর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বৈঠক করেছেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রীকে অবহিত করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামি মাওলানা তাইজউদ্দিন তাদের দেশে অবস্থান করছে। তিনি মাওলানা তাইজউদ্দিনকে দ্রুত ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন। এ সময় নোমেইনদিয়া মেফেকেতো জানান, মাওলানা তাইজউদ্দিনকে ফেরত পাঠানোর বিষয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের সদিচ্ছা রয়েছে। এ বিষয়ে তারা সহযোগিতা দিতে চান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রীকে জানান, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যবসা-বাণিজ্য বাড়ছে। তবে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোন আবাসিক মিশন নেই। সে কারণে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক মিশন চালুর জন্য অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী বাংলাদেশে মিশন চালুর আশ্বাস দেন। বালিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপের সঙ্গেও সাইড লাইনে একটি বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া কার্গো বিমান চলাচল নিষেধাজ্ঞা শিথিল করায় দেশটিকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়া সরকার কার্গো বিমান পুরোপুরিভাবে চলাচলের বিষয়ে নিশ্চিত করবে। এ সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। সকল দিক বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইদা বিনতে সালিম আল শামসির সঙ্গে বৈঠক করেছেন। এ সময় আরব আমিরাতের প্রতিমন্ত্রী জানান, দুবাইয়ে আগামী ২০২০ সালে আয়োজিত ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। সে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইন্দোনেশিয়ার বালিতে ইন্ডিয়ান ওশেন রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে তিনি সাইড লাইনে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মন্ত্রীদের সঙ্গে এসব বৈঠক করেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে প্রথম ইন্ডিয়ান ওশেন রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) শীর্ষ সম্মেলন। আগামী বছরের ৭ মার্চ ভারতীয় মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশের প্রধানরা জাকার্তায় মিলিত হবে। ইন্দোনেশিয়ার বালিতে গত মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিট বিভাগের প্রধান রিয়ার এ্যাডমিরাল (অব.) মোঃ খুরশেদ আলমও প্রতিনিধি দলে রয়েছেন। প্রথমবারের মতো আইওআরএ’র সরকার প্রধানরা মিলিত হবেন। এর আগে শুধু মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। এছাড়া আইওআরএ’র বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে। ইন্দোনেশিয়ার আয়োজনে আইওআরএ’র বৈঠকে সদস্য ২১ দেশ-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিচেলিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অংশ নেয়। সমুদ্র অর্থনীতির বিকাশে আইওআরএ কাজ করছে। সে কারণে সংস্থাটি আগামী বছরের সম্মেলনের আলোচনার মূল বিষয় হিসেবে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি নির্ধারণ করেছে। ইন্দোনেশিয়া গত দুই বছর ধরে আইওআরএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে এই দায়িত্ব দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করবে।
×