ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৬:০৯, ২৮ অক্টোবর ২০১৬

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ হেমন্ত কাল শুরু হয়ে গেছে। সবে শুরু। তাই ঢাকার প্রকৃতিতে এর তেমন প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। রাতে অল্পস্বল্প শিশির ঝরছে। শেষরাতে ঠাণ্ডা একটা অনুভূতি। সকালের সূর্য উঁকি দিতে না দিতেই বাষ্প হয়ে ওড়ে যাচ্ছে ঘাসের ডগায় জমা শিশির বিন্দু। এই যখন অবস্থা, তখন বৃহস্পতিবার বিকেলে শিশির নয় শুধু, বৃষ্টির দেখা মিলল। দুপুরের পর থেকেই মুখ ভার করে রেখেছিল ঢাকার আকাশ। বিকেলে রাতের মতো অন্ধকার নেমে এসেছিল। কিছুক্ষণ পরই তুমুল বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ পরিবর্তন। আবহাওয়া অফিস জানাচ্ছে, গত সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ‘কায়ান্ট’ নামের ঘূর্ণিঝড়টি সন্ধ্যা পর্যন্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এরই প্রভাবে ঢাকার বৃষ্টি বলে জানায় আবহাওয়া অফিস। বৃষ্টি আর ঝিরিঝিরি হাওয়ার প্রভাবে রাতে গরম ভাবটা একদমই ছিল না। বরং শীত যে আসছে সেটি অনুভব করা যাচ্ছিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল শেষ হয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন, ঢাকা ও বাইরের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি যানজটের বড় কারণ হবে। গত শনি ও রবিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিন্তু যানজট চোখে পড়েনি। রাস্তাঘাট বরং ফাঁকা ছিল। এদিন ঘর থেকে বের হয়ে অনেকেই খুব অবাক হয়েছেন। অবশ্য এর কারণ অনুমান করতে দেরি হয়নি রাজধানীবাসীর। দুর্ভোগ এড়াতে বহু লোক ওই দুই দিন বাসা থেকে বের হননি। এ কারণেই ফাঁকা ছিল রাস্তাঘাট। কিন্তু সোমবার থেকে পুরনো চেহারা। যানজট বেড়ে কয়েকগুণ হয়ে গেছে। ঢাকার রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে গাড়ি। চাকা ঘুরছে না। গত বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে হাত-পা ছুড়তে ছুড়তে নেমে আসতে দেখা যায় আনিসুর রহমানকে। কথা প্রসঙ্গে জানা গেল, তিনি শেয়ার ব্যবসায়ী। মতিঝিল যাবেন। ওঠেছিলেন শাহবাগ থেকে। কিন্তু বাস আর চলে না। বহু কষ্টে প্রেসক্লাব পর্যন্ত এসেছে। ক্ষোভ প্রকাশ করে বললেন, এত এত ফ্লাইওভার নির্মিত হয়েছে, নির্মিত হচ্ছে; তবু যানজট কমছে না। কেন কমছে না, তা সরকারের কাছে জানতে চাওয়ার পরামর্শ দেন তিনি। অবশ্য সরকারের লোকজনও যানজটে নাকাল। খোদ সড়কমন্ত্রী ওবায়দুল কাদের যানজটে চার ঘণ্টা বসেছিলেন। তার নিজের এ স্বীকারোক্তি নিয়েও কথা হচ্ছে অনেক। রাজধানীবাসী বলছেন, যানজটে বসে থাকায় কৃতিত্ব নেই কোন। বরং যানজটে বসে যেন না থাকতে হয়, সে ব্যবস্থা করা উচিত সরকারের। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। আগামীকাল শনিবার সংগঠনটির বয়স ২৫ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রায়েরবাজার বধ্যভূমিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রজতজয়ন্তীর অনুষ্ঠানে আলোচনা ছাড়াও থাকবে গান-কবিতাসহ নানান আয়োজন। বেশ উৎসবমুখর এখন শিল্পকলা একাডেমি। উপলক্ষ্যÑ গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। দশ দিনব্যাপী আয়োজনের সূচনা হয়েছিল ২১ অক্টোবর। প্রথম দিন থেকেই সরগরম গোটা এলাকা। বৃহস্পতিবার জাতীয় নাট্যশালা ঘুরে প্রায় অভিন্ন দৃশ্য দেখা গেল। বিকেল বেলা থেকেই জমজমাট জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ। উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত নৃত্যের পরিবেশায় অংশ নিচ্ছে ঢাকার বিভিন্ন দল। সন্ধ্যায় একসঙ্গে জ্বলে ওঠছে তিন মঞ্চের আলো। সবটিতে চলছে নাটকের মঞ্চায়ন। টিকেট কাউন্টারের সামনে তাই বড় জটলা। পছন্দের নাটকের টিকেট ক্রয় করতে ব্যস্ত দর্শক। সব নাটক দর্শক পাচ্ছেÑ এমন নয়। তবে অধিকাংশ প্রদর্শনীর ফল ভাল বলে মনে হয়েছে। নাট্য প্রদর্শনীর ধারাবাহিকতায় সপ্তম দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় কলকাতার নাটক। ‘শকুন্তলা’ মঞ্চস্থ করে নাট্যদল অনীক। একই সময় ঢাকার জনপ্রিয় নাট্যদল আরণ্যক পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ করে ‘রাঢ়াঙ’। স্টুডিও থিয়েটারে ছিল চন্দ্রকলা থিয়েটারের ‘তামাশা’। প্রতিটি নাটকেরই ভাল দর্শক ছিল। বিশেষ করে ‘শকুন্তলা’ নিয়ে আগ্রহটা বেশি লক্ষ্য করা গেছে। ভারতের এ দল আগেও শিল্পকলায় নাটক মঞ্চস্থ করে প্রশংসিত হয়েছে। এবার নিয়ে এসেছে নতুন নাটক। উপজীব্য করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। ভারতের দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছে। কেমন করেছে? সেটি জানতে কৌতুহলী ছিলেন দর্শক। উৎসবে আজ শুক্রবার মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘কইন্যা’, লোক নাট্যদল সিদ্ধেশ্বরীর ‘সোনাইমাধব’ ও নাট্যকেন্দ্র প্রযোজনা ‘বন্দুক যুদ্ধ ও গাধার হাট’। আগামীকাল শনিবারও থাকছে তিনটি নাটক। সুবচনের নতুন প্রযাজনা ‘প্রণয় যমুনা’ যারা দেখেননি, তারা এদিন দেখে নিতে পারেন। রবিবার সমাপনী দিনের উল্লেখযোগ্য নাটক ‘পঞ্চনারী আখ্যান’। ঢাকা থিয়েটারের নাটকটি বেশ আলোচিত। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। উৎসবের অর্ধেকের বেশি সময় ইতোমধ্যে গত হয়েছে। কী মনে হচ্ছে? কতটা সফল? জানতে চাইলে উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বললেন, দুই বাংলার উৎসব। তা-ও আবার দশ দিনের। বিশাল কর্মযজ্ঞ। তাই অনেক বেশি আন্তরিকতা নিয়ে কাজ করতে হয়। সকলের শ্রমে-ঘামে এবারও আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল।’ প্রদর্শনীতে আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার রাখা হয়েছে। সোফা খাট ওয়ারড্রব ডাইনিং টেবিল- সবই আছে। পাওয়া যাচ্ছে গৃহসজ্জার ভ্যাস, ফ্লোর, ডেকোরেটিভ ওয়াল টাইলস, প্লাইউড, ডেকোরেটিভ সুইচ ও সকেট, রুম হিটারসহ বহুবিধ পণ্য। ম্যানুফেকচারিং, হোটেল ও হসপিটালিটি শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশেই আরেকটি মেলা। এখানে পাওয়া যাচ্ছে এলইডি লাইট, সিএফএল লাইট, এলইডি প্যানেল লাইট, এ্যাক্সেসরিজ, লাইট শেড, ল্যান্ডস্ক্যাপ ইত্যাদি। পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড আয়োজিত প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এ সময়ের মধ্যে মেলা দুটি ঘুরে আসতে পারেন আগ্রহীরা।
×