ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:০৮, ২৮ অক্টোবর ২০১৬

ঝলক

হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী গত ৪০ বছরে বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে প্রায় ৬০ শতাংশ। সদ্য প্রকাশিত এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। প্রাণীর সংখ্যা এভাবে কমতে থাকায় উদ্বিগ্ন পরিবেশবাদীরা। গবেষকরা বলছেন, ১৯৭০ সালের পর থেকে বন্যপ্রাণীর সংখ্যা অন্তত ৬০ শতাংশ কমে গেছে। পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং জুয়োলজিকেল সোসাইটি অব লন্ডন বলছে, এই ধারা অব্যাহত থাকলে, ২০২০ সালের মধ্যে পৃথিবীর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে। বন্যপ্রাণীর সংখ্যা কমার জন্য গবেষকরা বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। পরিসংখ্যানে বলা হয়েছে, গত ৪০ বছরে বিশ্বে বন্যপ্রাণী কমেছে ৫৮%। যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পড়ছে। যদিও যে পদ্ধতিতে এই হিসাব তা নিয়ে বিতর্ক হয়েছে। দি লিভিং প্ল্যানেট শীর্ষক রিপোর্ট প্রতি দুই বছর পরপর প্রকাশিত হয়। উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা। ২০১৪ সালে সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৪০ বছরে বন্যপ্রাণী অর্ধেকে নেমে এসেছে। ডব্লিউডব্লিউএফের গবেষক ড. বেরেট বলেছেন, কিছু কিছু প্রাণীর অবস্থা অন্য প্রাণীদের চেয়ে বেশি সঙ্কটাপন্ন। এদের মধ্যে রয়েছে আফ্রিকার হাতি ও হাঙ্গর। -বিবিসি মহাকাশে ‘সিল্ক রোড’ মহাকাশে এবার সিল্কওয়ার্ম বা রেশম পোকার তৎপরতা নিয়ে গবেষণা করলেন চীনা নভোচারীরা। চীনের সিসিটিভি বৃহস্পতিবার এ বিষয়ে একটি ভিডিও প্রচার করেছে। এতে দেখা গেছে, নভোচারী জিং হাইপেং একটি ক্যাপসুল ধরে আছেন যার মধ্যে ঘূর্ণনরত একটি রেশম পোকা রয়েছে। মাধ্যাকর্ষণবিহীন মহাশূন্যে স্পেস ওয়াক করা নভোচারীদের জন্য নতুন কোন বিষয় নয়। কিন্তু শূন্য মাধ্যাকর্ষণে রেশম পোকা পাক খেতে পারে কিনা তা নিয়ে এ যাবত কোন বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয়নি। নভোযানে ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের পাত্রে ছয়টি রেশমপোকা নিয়ে গবেষণাটি করা হয়। ৪ হাজার রেশম পোকার থেকে শ্বেতত্বক বিশিষ্ট এই ছয়টি রেশম পোকাকে মহাকাশ অভিযানের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে বলে চায়না এ্যারোস্পেস সায়েন্স এ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে। হংকংয়ের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা বর্তমানে যে তিনটি প্রকল্প নিয়ে কাজ করছে, শূন্য মাধ্যাকর্ষণে রেশম পোকার গুটি তৈরি ও এর চারপাশে ঘূর্ণন তার একটি। শীঘ্রই তাদের পর্যবেক্ষণের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। -চায়না ডেইলি
×