ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাঁতরে মালয়েশিয়া যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৫, ২৮ অক্টোবর ২০১৬

সাঁতরে মালয়েশিয়া যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ সাঁতার কেটে সিঙ্গাপুর থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে সেদেশের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ। মঙ্গলবার গভীর রাতে সিঙ্গাপুরের কর্মকর্তাদের কাছে খবর আসে যে ৩০ বছর বয়সী এক লোক কজওয়ের কাছের পাইপলাইনের দিকে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে। এরপর তাকে পানির পাইপলাইনের নিচ থেকে গ্রেফতার করে কোস্টগার্ড পুলিশ। খবর বিবিসি অনলাইনের। সিঙ্গাপুরের অভিবাসন কর্মকর্তারা উডল্যান্ড ওয়াটারফ্রন্ট এলাকায় একটি বেড়ার গায়ে জিনসের প্যান্ট দেখতে পান। এরপর তারা আরেক দফা তল্লাশি চালিয়ে ৩৪ ও ৩৭ বছর বয়সী দু’জন বাংলাদেশীকে পেলে তাদেরও গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, প্রথম ব্যক্তি সিঙ্গাপুরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেদেশে ছিলেন। তিনি সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এটি করার জন্য তিনি সমুদ্রপথ বেছে নেন। অভিযোগ প্রমাণিত হলে তার ছয় মাসের জেল কিংবা তিনটি বেত্রাঘাতের দ- হতে পারে। অন্যদিকে অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগে সাহায্য করার অপরাধ প্রমাণ হলে অপর দুজনের ছয় মাস থেকে দুই বছরের জেল এবং ছয় হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
×