ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তিস্তার পানি বণ্টন নিয়ে সরকার আশাবাদী ॥ শ্রিংলার সঙ্গে বৈঠক

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা নয় ॥ কাদের

প্রকাশিত: ০৬:০৪, ২৮ অক্টোবর ২০১৬

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা নয় ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনা নয়। তারা নির্বাচন নিয়ে কোন বিভ্রান্তি তৈরি করলে আবারও নিজেদের ভুলের ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এলেও সচিবালয়ে নিজের দফতরে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোন ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেন কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কী, বিএনপির সঙ্গে আলোচনা কেন করতে হবে। বিএনপি কী আলোচনা বা সংলাপের পথ খোলা রেখেছে? তাদের পথ তারা তো বন্ধ করে দিয়েছে। ওবায়দুল কাদেরের মতে, নির্বাচন বর্জন করা বিএনপি আন্দোলনেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নির্বাচনের জন্য আর দুই বছর দুই মাস আছে আমাদের। আমরা যথাসময়েই নির্বাচন করব। অলরেডি পার্টি কাউন্সিল থেকে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচনের প্রস্তুতি শুরু করব। আমরা অলরেডি শুরু করে দিয়েছি। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আওয়ামী লীগ কী ভাবছে? জানতে চাইলে কাদের বলেন, আমাদের সংবিধানে যা আছে, সেভাবেই হবে। এখন সংবিধানে যা আছে তা পরিবর্তন বা সংশোধনের কোন উপায় নেই। বিএনপিকে সেটা মেনে নিতে হবে। তত্ত্বাবধায়কের অধীনে ভোটের দাবিতে বিএনপির দশম জাতীয় নির্বাচন বর্জনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব করে আবার তারা যদি পরবর্তী নির্বাচন নিয়ে কোন কনফিউশন তৈরি করে, তাহলে তারা নিজেরাই নিজেদের ভুলের ফাঁদে পড়ে যাবে। ও. কাদের বলেন, বিএনপি এখন সবদিক থেকে ব্যর্থ হয়ে শুধু নালিশ আর নালিশ, অভিযোগ আর অভিযোগ করে যাচ্ছে। হিসেবে তো তাদের কিছু নেই, ঘরে বসে প্রেস ব্রিফিং আর স্টেটমেন্ট। ২০০ বা ৫০০ লোক নিয়ে একটি প্রসেশন যে করবে- সে সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। দেখুন, অপজিশন হিসেবে নিজের সক্ষমতা না থাকলে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করা যায় না। নিজের দলকে সংগঠিত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, দলে সব ধরনের লোকই থাকে। তবে আমার এখানে যে বিষয়টা কনসার্ন থাকবে, যে বিষয়টা দেখতে হবে, যাতে বসন্তের কোকিলরা এসে দুঃসময়ের কর্মীদের কোণঠাসা করে না ফেলে। তাতে দল দুর্বল হয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ‘সংশয় বা অবিশ্বাসের’ কোন বিষয় নেই দাবি করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে সরকার আশাবাদী। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে, তখন ইতিবাচক কিছু আসবে বলে আমরা আশা করছি। সাধারণ সম্পাদক হিসেবে কোন বিষয়টিকে চ্যালেঞ্জ মনে করেছেন? এ প্রশ্নে কাদের বলেন, পার্টির চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচন সামনে রেখে পার্টিকে আরও গতিময় করা এবং ‘স্মার্টার’ করা। দলের যে ছোটখাটো সমস্যা আছে ডিসিপ্লিন ফিরেয়ে এনে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কাদেরকে ভারতের হাইকমিশনার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পার্টির জেনারেল সেক্রেটারি হওয়ার মধ্যে দিয়ে ভারতের রুলিং পার্টিসহ অন্যান্য দলের সঙ্গে পার্টি টু পার্টি সম্পর্ক, আমাদের কানেক্টিভিটি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ও. কাদের। বৈঠকে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা আশাবাদী দুই দেশ সব সময়ই পরস্পরের প্রতি আন্তরিক। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ॥ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা সকালে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। ঘরে বসে সংবাদ সম্মেলনের মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ। জনগণের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোন অর্জন নেই বিএনপির- এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এটা আগে প্রমাণ করুক। বিএনপির মধ্যেই কোন গণতন্ত্র নেই, অথচ তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল, বৃহৎ একটি দল। তিনি বলেন, আমাদের কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ট আগ্রহ ছিল। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, হাছান মাহমুদসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
×