ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১২ পরীক্ষার্থী

প্রকাশিত: ০৪:২৪, ২৮ অক্টোবর ২০১৬

ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ১২ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে অংশ নেবে প্রায় ১২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। দেশের সব ক’টি সরকারী ডেন্টাল কলেজে আসন রয়েছে মাত্র ১ হাজার ৯১৭ জন। আর আবেদন করেছে ২২ হাজার ৩৫৫ জন। আগামী ৪ নবেম্বর অনুষ্ঠেয় ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন মানিব্যাগ অথবা হাতব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র, টাকা, প্রয়োজনীয় কাগজপত্র স্বচ্ছ ব্যাগে বহন করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে পূর্বের মতো ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোন ইলেক্ট্রনিক ডিভাইস নেয়ার নিষেধাজ্ঞা বহাল থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষায় নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ায় মন্ত্রণালয়, অধিদফতর এবং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আসন্ন বিডিএস পরীক্ষায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরীক্ষার পূর্বে বা পরে প্রশ্নপত্র ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে সেদিকেও কঠোর সাবধানতা বজায় রাখতে নির্দেশনা দেন তিনি। ভর্তি পরীক্ষার দিনে হলে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীদের তল্লাশি নিশ্চিত করার জন্যেও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন। এজন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। সঙ্কট নিরসনে আলোচনার বিকল্প নেই ॥ ফখরুল স্টাফ রিপোর্টার ॥ দেশে বিরাজমান সঙ্কট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই বলে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বরাবরই বলে আসছে আলোচনার সুযোগ নেই। ৫ জানুয়ারি নির্বাচনের আগেও এ দলের নেতারা একই কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কার সঙ্গে আলোচনা করব। কিন্তু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ফখরুল বলেন, ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠার মাত্র ২৭ দিনের মাথায় জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। বায়তুল মোকাররমে শাহাদাত কারবালা মাহফিল কাল পবিত্র মহরম ও আশুরা উপলক্ষে আহলে বাইত স্মরণে ইসলামিক ফাউন্ডেশন ও ‘শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদ-চট্টগ্রাম’র উদ্যোগে আগামীকাল ২৯ অক্টোবর শনিবার বিকেল ৩টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী প্রমুখ উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি
×