ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে রক্তাক্ত জখম

প্রকাশিত: ০৪:১৫, ২৮ অক্টোবর ২০১৬

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে রক্তাক্ত জখম

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৭ অক্টোবর ॥ মঠবাড়িয়ার সাপলেজা মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীকে বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে এক বখাটে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মুখম-ল ক্ষতবিক্ষত করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে বখাটে তার গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে মুখম-লে নির্যাতন চালায়। এতে ওই ছাত্রীর ঠোঁট ও জিহ্বাসহ মুখগহ্বর রক্তাক্ত জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বখাটে সঞ্জিব মিস্ত্রি (২৮) পালানোর চেষ্টা করলে তাকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সঞ্জিব মিস্ত্রি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ধলু মিস্ত্রির ছেলে। এক সপ্তাহ আগে সঞ্জিব আমড়াগাছিয়া গ্রামের ফুফাত ভাই নীল রতনের বাড়িতে বেড়াতে আসে। মাদারীপুরে আরও একজন গ্রেফতার দুই ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ অক্টোবর ॥ মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় সজীব হাওলদার (২২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মস্তফাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজীব একই এলাকার মাওলা হাওলাদারের ছেলে। জেলার সিআইডি পুলিশ জানায়, পূর্বের গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দীর ভিত্তিতে সজীবকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গত বছরের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপী আক্তারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ধর্ষণ শেষে বিষ খাইয়ে সুমাইয়া ও হ্যাপীকে হত্যা করে। শিশুদের চিকিৎসা সেবা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৭ অক্টোবর ॥ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেশবপুর পৌর ভবনে ক্যাম্প করে উপজেলার শূন্য থেকে ৭ বছর বয়সের শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কেশবপুরে প্রায় পাঁচ শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন দেশের প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ কেশবপুরের কৃতি সন্তাান অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্যা। ডাক্তার আবিদ হোসেন বলেন, এখানকার অধিকাংশ শিশু রক্ত শূূন্যতায় ভুগছে। কোন গুরুতর অসুস্থ শিশু রোগী পেলে তিনি ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও জানান। পাওয়ার টিলার বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ১২ কৃষক সংগঠনকে ১২টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে এসব পাওয়ার টিলার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। প্রতিবাদ ‘বরিশালে অপহৃত যুবকের সন্ধান আজও মেলেনি’ শিরোনামে গত ১৬ অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন বাবুগঞ্জ উপজেলার চরফতেপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লা। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য রহস্যজনকভাবে নিখোঁজ সালাম মোল্লার স্বজনরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে।
×