ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাট চাঁদাবাজমুক্ত

প্রকাশিত: ০৪:১৩, ২৮ অক্টোবর ২০১৬

শিমুলিয়া ঘাট চাঁদাবাজমুক্ত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুর। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডের কাছে যেতে চোখে পড়ল জটলা। অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে কোন একটি বিষয় নিয়ে আলোচনা করছে। কাছে গিয়ে বুঝতে পারলাম এখানকার সবাই ফেরি পারাপারের অপেক্ষায় থাকা ট্রাক ড্রাইভার। সিরিয়াল নিয়েই জটলা। জিজ্ঞাসা করলাম জটলা কেন। ট্রাক ড্রাইভাররা প্রায় সমসুরে বললেন সিরিয়াল নিয়ে। প্রশ্ন করলাম বিআইডব্লিউটিসি কি সিরিয়াল দিচ্ছে না? উত্তর এলো- আমাদের কাছ থেকে চাঁদা আদায় করার কারণে প্রশাসন হতে তাদের এখানে সিরিয়াল দিতে নিষেধ আছে। তাই আমারা নিজেরা নিজেদের সিরিয়াল দিচ্ছি। এখন এখানে কোন ঝামেলা নেই। স্যার এ রকম থাকলে আমরা খুশি। অহন আর এখানে অতিরিক্ত টাকা দিতে হয় না। তবে ওপারে (কাওড়াকান্দি ঘাটে) এখনও চাঁদাবাজি চলছে। ওইটা বন্ধ হলে এ রুটে আমাগো আর কোন ঝামেলা থাকে না। গত ১০ অক্টোবর স্থানীয় এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি ও জেলা প্রশাসক সায়রা ফারজানার উপস্থিতিতে শিমুলিয়া ঘাটকে চাদাবাজমুক্ত করার বিশেষ আইনশৃঙ্খলা সভার পর এখন এ রকমই ঘাটের চিত্র। বৃহস্পতিবার শিমুলিয়া ঘাটের চাঁদাবাজমুক্ত করার গঠিত মনিটরিং কমিটির এক বিশেষ সভা হয় বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সভাকক্ষে। লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশীদ সিকদার, সহকারী কমিশনার (ভূমি) এসএম শাহীন, এএসপি (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং থানার ওসি আনিচুর রহমান, বাস মালিক সমিতির নেতা আলী আকবর, বিআইডব্লিউটিসির এজিএম খালেদ নেওয়াজ, বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মহিউদ্দিন, হলদিয়া ও কুমারভোগ ইউপি চেয়ারম্যান যথাক্রমমে মোজাম্মেল হক ও লুৎফর রহমান তালুকদার, আবুল বাসার খান প্রমুখ।
×