ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ নিহত ছয়

প্রকাশিত: ০৪:১২, ২৮ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠিতে ছাত্রলীগ কর্মী, রূপগঞ্জ ও নরসিংদীতে দুই চালক, চাঁপাইনবাবগঞ্জ, ভালুকা ও কক্সবাজারে তিন মোটরসাইকেল চালক আরোহী নিহত হয়েছেন। সাভার ও নারায়ণগঞ্জে আহত হয়েছেন ৩৭ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঝালকাঠি ॥ ঝালকাঠির রাজাপুর-ভা-ারিয়া সড়কের বলাইবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য মেজবাহউর রহমান (২৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল থেকে ভা-ারিয়াগামী ঐশি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মেজবাহউর রহমান ভা-ারিয়া থেকে ঝালকাঠি আসছিল। সে ধানসিঁড়ি ইউনিয়নের হাফেজ মোঃ হাফিজুর রহমানের পুত্র। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নাদিম মিয়া (২২) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন লেগুনায় থাকা আরও চার যাত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার ইমান আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নরসিংদী ॥ ট্রাক ও ক্রেনের সংঘর্ষে অজ্ঞাত ট্রাকচালক (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা অভিমুখী ট্রাকের সঙ্গে উল্লেখিত স্থানে বিপরীতমুখী মাল উঠানো নামানোর ক্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর হরিপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে আল আমীন (৫০)। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে যাওয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আল আমীন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাসচাপায় জাকির হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাটগামী তাহা-কাশফি নামের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে সাইকেল আরোহী শ্রীপুরের বর্মী গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন ও ভ্যানচালক ভালুকা উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে কবির হোসেনকে (২৭) চাপা দিলে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকিরকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন উপজেলার সিডস্টোর বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে। কক্সবাজার ॥ চকরিয়া খুটাখালীতে যাত্রীবাহী চেয়ারকোচের ধাক্কায় আবু নোমান নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত ও চালক গুরুতর আহত হয়েছে। নিহত যুবক ফরেস্ট অফিস পাড়ার মৃত ইদ্রীসের পুত্র এবং আহত চালক সাঈদ একই এলাকার নুরুল কবিরের পুত্র বলে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুটাখালী পরিষদের পূর্বপাশে মহাসড়কের তত্তাব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার ॥ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। জানা গেছে, এদিন সকালে মানিকগঞ্জ থেকে যাত্রী নিয়ে ‘শুভযাত্রা’ পরিবহনের একটি বাস রাজধানীর গুলিস্তানের উদ্দেশে রওনা দেন। বাসটি মহাসড়কের রেডিওকলোনি এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে ওই বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে থাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে নারীসহ ৩০ যাত্রী আহত হয়। নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় নরসিংদীর মাধবদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় পৃথক দুটি সময়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
×