ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ের পদ্মায় ঘণ্টায় উঠছে শত কেজি ইলিশ

প্রকাশিত: ০৪:১২, ২৮ অক্টোবর ২০১৬

চাঁপাইয়ের পদ্মায় ঘণ্টায় উঠছে শত কেজি ইলিশ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ দুই কেজি চালে এক কেজি ইলিশ। আবার আকারে খুবই ছোট জাটকা যা এক কেজিতে ছয়টা পাওয়া যাচ্ছে তার দাম মাত্র এক শ’ টাকা। তবে এই কেনাবেচা হচ্ছে খুবই গোপনে, লুকিয়ে। শিবগঞ্জ উপজেলার পদ্মা সংলগ্ন মনাকষা ইউনিয়নের মনোহরপুরসহ একাধিক ছোট বাজারের এই চিত্র। তবে ফেরি করে বিক্রি হচ্ছে ইলিশ গ্রামেগঞ্জ। দর একেবারে কম, মহিলারা দলবেঁধে কিনছে। উল্লেখ্য, মনাকষা ইউনিয়নে পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ চাঁপাই অঞ্চলে পদ্মা ১৩ কিলোমিটার ও পাশাপাশি রাজশাহী অঞ্চলে ২০ কিলোমিটার। সর্বমোট এই ৩৩ কিলোমিটার পদ্মায় গত ১৫ দিন ধরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ইলিশ ধরা কোনভাবেই ধামছে না। এখন পেশাদার জেলের চেয়ে অপেশাদার জেলেরা পদ্মায় বেশি করে নেমে পড়েছে। তীরে দাঁড়িয়ে জাল ফেললেও ইলিশ উঠছে ছোটবড় মিলিয়ে ৭/৮ কেজি পর্যন্ত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে মা ইলিশ বা ঝাটকা নিধনে সরকারের নির্দেশ বা আইন পৌঁছেনি। চাঁপাইনবাবগঞ্জের মৎস্য কর্মকর্তা আলম শাহ জনান, প্রতিদিন মৎস্য অধিদফতর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদীতে অভিযান চালাচ্ছে। দুই সন্তান হত্যার দায় স্বীকার করে জবানবন্দী স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানী নগরে নিজের দুই শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন তাদের ঘাতক বাবা ছাতির আলী। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ নজরুল ইসলামের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ছাতির আলী জবানবন্দীতে জানান, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরেই দুই সন্তানকে হত্যা করেছেন তিনি। প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো তার। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল ছাতির আলীর। ওই রাতেই তিনি দুই সন্তানকে খুন করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী পরদিন শিশুদের মাছ ধরার কথা বলে নিয়ে যান। এরপর সেখানেই তাদের এক এক করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। জবানবন্দী শেষে ছাতির আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার চিন্তামণি এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে ছাতির আলীর ছেলে সুজেল আহমদ (১১) ও আব্দুল মুমিনের (৯) লাশ উদ্ধার করা হয়। সাইকেল র‌্যালি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ অক্টোবর ॥ রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে থেকে একটি সাইকেল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুন্দরবন রক্ষা আন্দোলন গাইবান্ধা কমিটি এই র‌্যালির আয়োজন করে। র‌্যালির উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত, বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য আহসানুল হাবীব সাঈদ। র‌্যালিপূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন শিল্পী, কেন্দ্রীয় সংগঠক মিজানুর রহমান, সুন্দরবন রক্ষা আন্দোলনের উদ্যোক্তা মাহবুব আলম মিলন। বিয়ে করে রক্ষা পেলেন প্রকৌশলী নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৭ অক্টোবর ॥ ফুর্তি করতে গিয়ে সড়ক জনপথের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার রাতে পুলিশের সঙ্গে সমঝোতায় ওই নারীকে ২০ লাখ টাকা দেন মোহরে বিয়ে করে শেষ রক্ষা হয়েছে। জানা যায়, সুলতান মাহমুদের সঙ্গে এলজিইডিতে কর্মরত নারী তাহেরা খাতুনের সখ্য গড়ে উঠে। এটি দৈহিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বুধবার সন্ধ্যায় তারা শহরের একটি বাসায় গোপনে মিলিত হতে যায়। এ সময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। সদর থানা পুলিশ সন্ধ্যায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×