ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুবিতে ভর্তি পরীক্ষা

জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় ॥ কঠোর নিরাপত্তার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:১২, ২৮ অক্টোবর ২০১৬

জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় ॥ কঠোর নিরাপত্তার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আগামী ৩, ৪ ও ৫ নবেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত ৩ দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে ও এক ঘণ্টা পরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত), প্রভোস্টবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসন, কেএমপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েটে ভর্তি পরীক্ষা আজ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে অনুষ্ঠিত হবে। এবার ৩টি অনুষদের ১৪টি বিভাগে মোট ১০০৫ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭১৭ জন। রোল নম্বর অনুযায়ী কুয়েট ক্যাম্পাস (১০০০১ থেকে ১৮৩০৯), নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮৩১০ থেকে ১৯০৫৯), এইচএসটিটিআই (১৯০৬০ থেকে ১৯৩৫৯), গভঃ ল্যাবরেটরি হাইস্কুল (১৯৩৬০ থেকে ২০০১৫), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (২০০১৬ থেকে ২০৬৮০), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, গার্লস (২০৬৮১ থেকে ২১০৪৫) ও নগরীর বয়রাস্থ খুলনা সরকরী মহিলা কলেজে (২১০৪৬ থেকে ২২৭১৭) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ গত ২৩ অক্টোবর দৈনিক জনকণ্ঠে ‘মূর্তিমান আতঙ্ক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মাদারীপুর জেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। বর্তমানে তিনি কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সন্ত্রাস, গাছ চুরি ও মন্দিরের সোলার প্যানেল খুলে নেয়ার মিথ্যা অভিযোগের কুৎসা রটায়। এতে কদমবাড়ি ইউনিয়নের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এতে গত ৪ সেপ্টেম্বর সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে রাজৈরে মানববন্ধন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদ করে। তিনি বলেন, তিনি সন্ত্রাসী নন, তিনি মূর্তিমান আতঙ্ক নন। তিনি জনসাধারণের প্রিয় মানুষ। তাদের আশা আকাক্সক্ষার প্রতীক। এদিকে কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক অপূর্ব গাইন জানান, তিনি গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বিধান বিশ্বাসের পক্ষে ছিলেন না। তিনি দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ছিলেন।
×