ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্কাটনে টিভিএসের শো-রুম উদ্বোধন

প্রকাশিত: ০৪:১০, ২৮ অক্টোবর ২০১৬

ইস্কাটনে টিভিএসের শো-রুম উদ্বোধন

ঢাকার প্রাণকেন্দ্র নিউ ইস্কাটনে উপমহাদেশের জনপ্রিয় টু-হুইলার এবং থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএসের নতুন শো-রুম উদ্বোধন হয়েছে। বুধবার শো-রুমটি উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আকতার হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টিভিএস এ্যান্ড সন্স ইন্ডিয়ার ডিরেক্টর এস সান্থানা গোপালান, এস কৃষ্ণমূর্তি এবং জি শ্রীনিভাসা রাঘভান। রাজধানীর নিউ ইস্কাটন রোডে (জনকণ্ঠ ভবনের বিপরীতে) অবস্থিত এই শো-রুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস এ্যাপাচি আরটিআর ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, স্কুটি পেপ প্লাস এবং থ্রি-হুইলার টিভিএস কিংসহ সকল পণ্যের জেনুইন পার্টস পাওয়া যাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার মাগুরায় রোপা আমন ধান কাটা শুরু মাগুরায় রোপা আমন ধান পাকতে শুরু করেছে। বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। বর্তমানে প্রথমদিকে লাগানো ধান কাটা চলছে। ১৫ দিনের মধ্যে পুরোদমে কাটা শুরু হবে। জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা ৪২ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভাল ফলন হয়েছে। বর্তমানে কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। এ বছর রোগবালাই কম হয়েছে। বর্তমানে প্রথমদিকে লাগানো ধান কাটা চলছে। ১৫ দিনের মধ্যে পুরোদমে কাটা শুরু হবে। কৃষকরা জানান, ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ পাকা ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। বাড়িতে পাকা ধান মাড়াইয়ের কাজ চলছে। ধান কাটা শুরু হওয়ায় কৃষি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কৃষি শ্রমিকদের দম ফেলার সময় নেই। এই সময় কৃষি শ্রমিকদের ব্যাপক কর্মসংস্থান হয়। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা
×