ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

প্রকাশিত: ০৪:০৭, ২৮ অক্টোবর ২০১৬

ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকার। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১৭ কোটি ৫৩ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৬-সেপ্টেম্বর ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। সূত্র জানায়, গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৩০ কোটি ৯৫ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ৬৫ কোটি ৯৫ লাখ টাকার। আলোচিত সময়ে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৬ কোটি ৩৫ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার শাহজিবাজার পাওয়ারের ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। এ সময়ে এনএভি হয়েছে ৩২ টাকা ৬ পয়সা। আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৫ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×