ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইরাস মিস্ত্রি বিদায়ে টাটা গ্রুপের শেয়ারে দরপতন

প্রকাশিত: ০৪:০৬, ২৮ অক্টোবর ২০১৬

সাইরাস মিস্ত্রি বিদায়ে টাটা গ্রুপের শেয়ারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চার বছর আগে টাটার নেতৃত্বে আনা হয়েছিল সাইরাস মিস্ত্রিকে। কিন্তু সেই স্রোতে আবারও বাধা হয়ে দাঁড়ায় রতন পরিবার। সরে যেতে হলো সাইরাসকে। এ নিয়ে গত কয়েক দিনে ব্যবসা খাতে আলোচনায় তুঙ্গে ভারতের বৃহৎ এ শিল্পগোষ্ঠী। এদিকে সাইরাস মিস্ত্রিকে নিয়মানুযায়ী চেয়ারম্যান পদ থেকে বাদ দেয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নজর রাখছে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। একই সঙ্গে মুম্বাই ও ন্যাশনাল স্টক একচেঞ্জও এ সরানোর প্রক্রিয়া নিয়ে সরব রয়েছে। সেবিও মূল উদ্বেগ বাজারে নথিভুক্তি ও সংস্থা পরিচালনা সংক্রান্ত নিয়ম টাটাগোষ্ঠী ভেঙ্গেছে কিনা তা নিয়ে। এদিকে বিনিয়োগকারীদের আশঙ্কা, সাইরাস চলে যাওয়ার পর বৃহৎ এ শিল্পগোষ্ঠীর বেশ কিছু প্রতিষ্ঠানের উৎপাদন ও সম্পদ কমে যেতে পারে। এ আশঙ্কায় বৃহস্পতিবার ভারতের পুঁজিবাজারে টাটার মালিকানাধীন প্রতিষ্ঠান টাটা পাওয়ার, টাটা মোটরসসহ অন্যান্য কোম্পানির শেয়ারে ধাক্কা খায়। বোম্বে স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে টাটা পাওয়ার ও টাটা মোটরসের শেয়ারের দর প্রায় ৩ শতাংশ করে কমে যায়। সকালে প্রায় ২ শতাংশ দর কমে লেনদেন শুরু করে টাটা স্টিল। ইন্ডিয়ান হোটেল ও টাটা টেলির শেয়ার দর এদিন ৭ শতাংশের বেশি পতন হয়। টাটাগোষ্ঠীর আওতাধীন টাটা কেমিক্যাল, টাটা কফি, টাটা গ্লোবাল বেভারেজ, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা স্টিল এবং টিসিএসের শেয়ার দর এদিন ছিল লোকসানে। প্রসঙ্গত, টাটা গ্রুপের অন্যতম প্রধান কোম্পানি টাটা সন্সের পরিচালনা পর্ষদের সভায় গত সোমবার সাইরাসকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে কী কারণে তাকে সরিয়ে দেয়া হয়েছে, তা প্রকাশ করা হয়নি। অনেক ঢাকঢোল পিটিয়ে এবং উচ্ছ্বাস প্রকাশ করে চার বছর আগে ভারতীয় বংশোদ্ভুত সাইরাসকে টাটার নেতৃত্ব দেয়া হয়েছিল। জানা গেছে, সাইরাসকে সরিয়ে এখন এই পদে স্থলাভিষিক্ত হয়েছে ৭৯ বছর বয়সী রতন টাটা। এর মাধ্যমে টাটা আবারও ফিরে গেল রতন যুগে। বর্ষীয়ান ও সফল এই ব্যবসায়ী অবশ্য চার মাসের জন্য অন্তর্বর্তী সময়ের জন্য এ দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন করার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের প্রাচীন এ শিল্পগোষ্ঠীর আওতায় পরিচালিত বিভিন্ন অলাভজনক কোম্পানি একের পর এক বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে টাটা পরিবারের সদস্যরা সন্তুষ্ট নন। বিশেষ করে ইউরোপে টাটা স্টিল বন্ধ করে শুধু নগদ অর্থ প্রবাহের দিকে মনোযোগ দেয়ায় নাখোশ ছিলেন নীতিনির্ধারকরা। ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে ১০০ বিলিয়ন ডলারের এ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন রতন টাটা। এরপর ২০১২ সালের ডিসেম্বরে সাইরাস মিস্ত্রি টাটা গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি টাটা পরিবারের বাইরে চেয়ারম্যান হন। এর আগে ১৯৩২ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত নওরোজি শাকলাতওয়ালা এ গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
×