ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০৬, ২৮ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরনের মূল্য সূচক কমেছে। তবে দিনটিতে উভয় বাজারেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তায় এদিন দুই বাজারেই লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৪৮ লাখ টাকা বেশি লেনদেন। বুধবার ডিএসইতে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে দিনটিতে সকাল থেকেই সূচকের ওঠানামা চলতে থাকে। মূলত শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়া এবং হাতে গোনা কয়েকটি কোম্পানি ঘিরে বিনিয়োগকারীদের অতি আগ্রহের কারণেই সূচকের এ ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৩৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, কেডিএস এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, মিথুন নিটিং, ইস্টার্ন হাউজিং, আইটিসি, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার ও ফার্স্ট ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, মিরাকল ইন্ড্রাস্টিজ, বিডি থাই, ইস্টার্ন হাউজিং, ডরিন পাওয়ার, স্টাইল ক্রাফট, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ব্যাংক, ইস্টার্ন কেবলস ও জনতা ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দেশবন্ধু, হাক্কানী পাল্প, অগ্নি সিস্টেমস, নর্দার্ন জুটস, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, মোজাফফর হোসেন স্পিনিং ও ইনটেক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ, বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, ফরচুন সুজ, লঙ্কা বাংলা ফাইনান্স, হাক্কানী পাল্প, আমান ফিড, ডরিন পাওয়ার ও ইস্টার্ন হাউজিং।
×