ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানের শতবর্ষী প্রিন্স মিকাসার মৃত্যু

প্রকাশিত: ০৪:০৫, ২৮ অক্টোবর ২০১৬

জাপানের শতবর্ষী প্রিন্স মিকাসার মৃত্যু

জাপানের বর্তমান সম্রাট আকিহিতোর চাচা জাপানি রাজ পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য প্রিন্স মিকাসা মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৪ মিনিটে টোকিও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। খবর ওয়েবসাইটের। এক সংবাদ সম্মেলনে জাপানের রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের ১৩ মে প্রিন্স মিকাসা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টোকিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিউমোনিয়া থেকে মুক্তি পেলেও বয়সজনিত কারণে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালেই থাকতে হয়। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। চলতি বছর ডিসেম্বেরে তার বয়স ১০১ বছর হওয়ার কথা ছিল। জাপান সরকারের সেনাবাহিনীর সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন মিকাসা। স্পেস ক্যাপসুল বাড়ি... বিশ্বের সবচেয়ে ছোট ও দামী বাড়ির জন্য হংকং সুপরিচিত। সম্প্রতি এক ব্যবসায়ী আধুনিক ডিজাইনের এ্যাপার্টমেন্টের সুবিধা দিয়ে চীনের সাই ইয়েং পুন এলাকায় মাত্র দশটি ‘স্পেস ক্যাপসুল’ ইউনিট তৈরি করেছে, যার আয়তন চব্বিশ বর্গফুট। প্রতিটির জন্য মাসে ৬৫৮ ডলার করে দিতে হবে। রয়েছে টেলিভিশন ও এসি সুবিধা। -বিবিসি পরকীয়া ফাঁস করল তোতা! স্ত্রীর কাছে স্বামীর দুষ্কর্মের কথা ফাঁস করে দিল কুয়েতের এক তোতা পাখি। ওই ব্যক্তি বাড়ির গৃহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। অনেক দিন ধরে স্ত্রীর মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল। প্রমাণের অভাবে কিছুই করতে পারছিলেন না স্ত্রী। গোপনে গৃহকর্মীর সঙ্গে প্রেমালাপ করতেন ওই নারীর স্বামী। রসালো প্রেমালাপ ‘ঠোঁটস্থ’ হয়ে যায় বাড়ির পোষা তোতা পাখির। পাখিটি একদিন হঠাৎ ওই নারীর সামনে স্বামী ও গৃহকর্মীর প্রেমালাপ বলতে শুরু করে। -মেট্রো
×