ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক ভিসা কর্মকর্তাকে দিল্লীর বহিষ্কার

প্রকাশিত: ০৪:০৫, ২৮ অক্টোবর ২০১৬

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক ভিসা কর্মকর্তাকে দিল্লীর বহিষ্কার

ভারতে বৃহস্পতিবার এক পাকিস্তানী ভিসা কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে। নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। ইতোমধ্যে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটোর মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। খবর এএফপির। ভারতীয় পররাষ্ট্র সচিব সুব্রমনিয়াম জয়শঙ্কর পাকিস্তানী দূতাবাসকে তলব করে ঐ কনস্যুলার কর্মকর্তাকে বুধবার কিছুক্ষণ আটক রাখা ও তাকে বহিষ্কার করার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে জানান, পররাষ্ট্র সচিব পাকিস্তানী হাইকমিশনারকে তলব করে দূতাবাসকর্মীকে গুপ্তচরবৃত্তি অভিযোগে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে দেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গী হামলায় ১৯ সেনা নিহত হবার পর পাকিস্তানের অভ্যন্তরে সার্জিকাল স্ট্রাইক চালানো নিয়ে ইতোমধ্যে দেশ দুটোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দিল্লী পুলিশের অপরাধ বিষয়ক কমিশনার রবীন্দ্র যাদব সংবাদ সম্মেলনে বলেন, বুধবার ওই কর্মকর্তাকে আটক করা হয়। তার কাছে প্রতিরক্ষা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এর মধ্যে ভারতীয় সীমান্ত এলাকায় প্রতিরক্ষা বাহিনী অবস্থান সম্পর্কিত তথ্য রয়েছে। পাকিস্তানি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভিসা কর্মকর্তা মেহমুদ আখতারকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। ইতালিতে দু’দফা ভূমিকম্প, বহু ভবন ধসে গেছে ইতালির মধ্যাঞ্চলে বুধবার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে গোটা এলাকা কেঁপে ওঠে। প্রাথমিক খবরে জানা গেছে, বুধবার ইতালির মধ্যাঞ্চলের এই ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। একই এলাকায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রায় ৩শ’ লোক প্রাণ হারানোর দুই মাস পর সর্বশেষ ভূমিকম্পের এ ঘটনা ঘটল। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এ সময় আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। দুই ঘণ্টা পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্ক্রেলের তীব্রতা ছিল ৬.১। খবর এএফপির। উদ্ধারকর্মীরা রাতভর বৃষ্টির মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পার্বত্য শহর উসিতার মেয়র ম্যাক্রো রিনাল্ডি টেলিফোনে স্কাই ইতালি টেলিভিশনকে বলেন, বহু বাড়িঘর ধসে পড়েছে। আমাদের শহর ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, দ্বিতীয় ভূমিকম্পটি ছিল দীর্ঘ ও ভয়ঙ্কর। মেয়র বলেন, আমি আমার জীবনে অনেক ভূমিকম্প দেখেছি। কিন্তু এটা ছিল আমার দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সৌভাগ্যক্রমে প্রথম ভূমিকম্পের পর বাসিন্দাদের সকলেই বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। আমার মনে হয় না কেউ মারাত্মক আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫।
×