ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এপি-জিএফকে পরিচালিত জনমত জরিপ

হিলারি ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে

প্রকাশিত: ০৪:০৩, ২৮ অক্টোবর ২০১৬

হিলারি ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর সর্বশেষ জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন। এ্যাসোসিয়েটেড প্রেস জিএফকের এ জরিপে ডেমোক্র্যাটও প্রার্থী ৫১-৩৭ পয়েন্টে এগিয়ে থাকার বিষয়টি সত্যি হলে হিলারি নির্বাচনে বিজয় অর্জনের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে, ফক্স নিউজের এক জরিপে বলা হয়েছে, নির্বাচনের মাত্র ১২ দিন আগে হোয়াইট হাউস প্রতিযোগিতার জনমতের ব্যবধান হ্রাস পেয়ে মাত্র তিন পয়েন্টে দাঁড়িয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে আছেন মাত্র ৩ পয়েন্টে। খবর টেলিগ্রাফ ও ফক্স নিউজ অনলাইনের। নির্বাচন অনুষ্ঠানের ঠিক ১২ দিন আগে এ্যাসোসিয়েটেড প্রেস জিএফকের জরিপে দেখা যায়, ডেমোক্র্যাট প্রার্থী এ পর্যন্ত করা জনমত জরিপগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্টে এগিয়ে আছেন। জরিপে দেখা যায় যে, প্রায় ৯০ শতাংশ ডেমোক্র্যাট ভোটারের সমর্থন রয়েছে হিলারি প্রতি এবং ১৫ শতাংশ বেশি মধ্যপন্থী রিপাবলিকানদেরও সমর্থন রয়েছে তার প্রতি। জরিপে অংশগ্রহণকারী ৭৯ রিপাবলিকানই বলেছেন, তারা তাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন। এর মধ্যে ৩৭ রাজ্যে যে ভোট হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোতেই এগিয়ে রয়েছেন হিলারি। এতে বোঝা যায়, হিলারিকে ডিঙ্গিয়ে যাওয়ার সুযোগ দ্রুতই উবে যাচ্ছে ট্রাম্পের। যদিও ফক্স নিউয়ের এক জরিপে উঠে এসেছে হিলারি ট্রাম্পের তুলনায় এগিয়ে আছেন ৪৪-৪১ পয়েন্টে। রিপাবলিকান পার্টির যে সব নেতা, ট্রাম্পের পক্ষ থেকে সরে গেছেন তারা হিলারি প্রশাসনের বিরোধিতা করার প্রস্তুতি নিয়েছেন। তারা বলা শুরু করেছেন যে, হিলারি বিজয়ী হলে ১৯৯০’র দর্শকের দলীয় লড়াইয়ের সূচনা হতে পারে। উতাহ থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য জ্যাসন শাফেৎস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, পররাষ্ট্র দফতরে তার চার বছরের যে ইতিহাস রয়েছে তা শুভ নয়। রিপাবলিকানরা। যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখেন তা হলে এটাই বোঝাবে যে, জর্জ এইচডব্লিউ বুশের পর হিলারিই হবেন প্রথম প্রেসিডেন্ট যাকে হাউস ওভারসাইট কমিটি নিয়ন্ত্রণে বিরোধিতার সম্মুখীন হতে হবে। যে সব সিনিয়র রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন করতে অস্বীকার করেছেন তাদের গতকাল আবারও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এ দলের নেতৃত্বের প্রতি জনগণ অত্যন্ত ক্ষুব্ধ। কারণ, এটা এমন এক নির্বাচন যেখানে ১শ’ শতাংশ নিশ্চয়তা, রয়েছে যে আমরা বিজয় হবই এবং তাই হতো যদি শীর্ষস্থানীয়দের সমর্থন থাকত আমাদের প্রতি। হিলারি বলেছেন, আগামী মাসে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা রয়েছে তার। নবেম্বরে নির্বাচনের পর এক এক ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে জন্য তার পরিকল্পনা রয়েছে কিনা এ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। তিনি বলেন, যারা আমাকে ভোট দেবেন না তাদের কাছে টানার জন্য সম্ভাব্য সবকিছু করব আমি।
×