ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী গ্রুপটির বিরুদ্ধে সামরিক অভিযানের দায়িত্বপ্রাপ্ত মার্কিন জেনারেলের নির্দেশ

আইএস হামলা রুখতে রাকায় আঘাত হানতে হবে

প্রকাশিত: ০৪:০২, ২৮ অক্টোবর ২০১৬

আইএস হামলা রুখতে রাকায় আঘাত হানতে হবে

আইএস জঙ্গীদের পরিকল্পিত হামলা বন্ধ করতে তাদের মূল ঘাঁটি রাকায় আঘাত হানা প্রয়োজন। কারণ গোয়েন্দা তথ্যে জানা গেছে, জঙ্গী গ্রুপটি রাকা থেকে বাইরে গিয়ে সক্রিয়ভাবে হামলার পরিকল্পনা করছে। এক মার্কিন জেনারেল বুধবার এই অভিমত ব্যক্ত করেন। মার্কিন সেনাবাহিনীর লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড বাগদাদ থেকে ওয়াশিংটনের সাংবাদিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে যে মন্তব্য করেছেন তা থেকে বোঝা যায়, মসুলে ইরাকী নেতৃত্বাধীন জঙ্গী বিরোধী অভিযান চলাকালে কোন মার্কিন ও মিত্র বাহিনীর কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে রাকায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান শুরুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। জেনারেল টাউনসেন্ড জঙ্গী গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযানের দায়িত্বপ্রাপ্ত। জেনারেল টাউনসেন্ড বলেন, আমরা মনে করি রাকার চারপাশের এলাকা বিচ্ছিন্ন করে ফেলার প্রয়োজন রয়েছে। কারণ আমাদের গোয়েন্দা তথ্য বলছে, বাইরে তাৎপর্যপূর্ণ সামরিক হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে এর সবকিছুই হচ্ছে রাকা থেকে এবং রাকাকে কেন্দ্র করে। জেনারেল টাউনসেন্ডের মতে ইসলামিক স্টেট তাদের স্বঘোষিত খেলাফতের বাইরে সুনির্দিষ্ট কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে তার বিস্তারিত বিষয়াদি সামান্যই জানা গেছে। জেনারেল টাউনসেন্ড বলেন, আমরা নিশ্চিত নই কিভাবে এটা ঘটছে এবং এটাই চিন্তার বিষয়। আমরা জানি তারা কিছু করছে। এটা বাইরে হামলা চালানোর চক্রান্ত। আমরা জানি না ঠিক কোথায় এটা ঘটতে যাচ্ছে, আমরা জানি না ঠিক কখন এটা ঘটতে যাচ্ছে। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী শীঘ্রই রাকায় অভিযান চালিয়ে জঙ্গীদের ওই চক্রান্ত নস্যাত করে দেয়ার চেষ্টা করবে। তিনি এ বিষয়ে সুনির্দিষ্ট সময় কাঠামো দিতে অস্বীকৃতি জানান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার মঙ্গলবার প্যারিসে বলেছেন, মিত্র বাহিনীর কর্মকর্তারা আইএসের কবল থেকে মসুল পুনরুদ্ধার প্রচেষ্টা সম্পন্ন করার পূর্বে রাকায় আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য, কর্মকর্তারা মসুল অভিযান কতদিন ধরে চলবে তা স্পষ্ট করে বলেননি। রাকায় অভিযান কখন শুরু হবে তাও তারা সুনির্দিষ্টভাবে জানাননি। মার্কিনী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল জোসেফ ভোটেল জঙ্গী গোষ্ঠীটির পুনরায় সংগঠিত হওয়ার ক্ষমতা প্রতিহত করতে ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর যুগপৎ চাপ প্রয়োগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সিরীয় কুর্দী ও ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ নামে পরিচিত একটি সুন্নি আরব যোদ্ধাদের রাকায় আইএস ঘাঁটিতে অভিযান চালানোর জন্য প্রস্তুত করছে। এদিকে তুরস্ক কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটস বা ওয়াই পিজিকে নগরটি পুনঃদখলের মার্কিন পরিকল্পনার অন্তর্ভুক্ত করার জন্য ক্ষোভ প্রকাশ করেছে। জেনারেল টাউনসেন্ড বলেছেন, ওয়াইপিজি যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে গঠিত ওই বাহিনীই রাকা শীঘ্রই পুনঃদখলের জন্য যোগ্য একমাত্র বাহিনী। জেনালে টাউনসেন্ড বলেন, আমাদের হাতে থাকা এই বাহিনী দিয়েই আমরা শীঘ্রই রাকা অভিযানে যাচ্ছি। তিনি স্বীকার করেন যে, কুর্দীদের বিরোধিতা করা সত্ত্বেও তুর্কী বাহিনী এই অভিযানে একটি ভূমিকা রাখতে চায়। তিনি সিরিয়ার উত্তরাঞ্চলে আফরিন এলাকায় কুর্দী গ্রুপগুলোর ওপর হামলা চালানো থেকে বিরত থাকার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোয়ালিশন বাহিনীকে এখন আইএস জঙ্গীদের উৎখাতে মনোনিবেশ করা উচিত। তুরস্ক গত সপ্তাহে তাদের বিমান হামলার সাফাই গেয়ে বলেছে সে কুর্দী গ্রুপগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে তারা সন্ত্রাসী। তুরস্ক কুর্দীদের সঙ্গে হাত মেলানোর জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। জেনারেল টাউনসেন্ড রাকা অভিযানে তুরস্কের ভূমিকা রাখার বিষয় নাকচ না করে বলেছেন, সময়টা খুবই মূল্যবান। -ওয়ালস্ট্রিট জার্নাল।
×