ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যে নয়, এসএমই খাতে শিল্প ঋণ জরুরি

প্রকাশিত: ০২:০৯, ২৭ অক্টোবর ২০১৬

বাণিজ্যে নয়, এসএমই খাতে শিল্প ঋণ জরুরি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে যে বিনিয়োগ হয় তার প্রায় ৮০ শতাংশই হচ্ছে বাণিজ্য খাতে। বাকি মাত্র ২০ শতাংশ যাচ্ছে শিল্প ও উৎপাদনশীল খাতে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এসএমই বাণিজ্য নয়, শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে দেশের বানিজ্যিক ব্যাংকগুলোকে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক সেমিনারে সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা একথা বলেছেন। বাংলাদেশ ইন্সিটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর আয়োজন করে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীরর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুবর রহমান, রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম চৌধুরী, বিআইবিএম এর সম্মানিত ফেলো ড. মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এসকে সূর চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বিআইবিএম এর পক্ষে একটি প্রবদ্ধ উপস্থাপন করা হয়।
×