ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই: ফখরুল

প্রকাশিত: ০১:১৪, ২৭ অক্টোবর ২০১৬

সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিরাজমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই বলে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী বরাবরই বলে আসছে আলোচনার সুযোগ নেই। ৫ জানুয়ারি নির্বাচনের আগেও এ দলের নেতারা একই কথা বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কার সঙ্গে আলোচনা করবো। কিন্তু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ফখরুল বলেন, ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠার মাত্র ২৭ দিনের মাথায় জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। আজকে আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র উদ্ধারের শপথ নিয়েছি। যুবদল প্রতিষ্ঠাতার পর থেকেই বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে রাজনৈতিক অঙ্গনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। আমি প্রত্যাশা করি এ সংগঠনটি সুসংগঠিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে। জিয়ার মাজারে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালব্যার্ট পি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, যুবদলের ঢাকা মহানগর উত্তর সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, দক্ষিনের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু প্রমুখ।
×