ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্যাকেজ ভ্যাট কমানোর দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ০১:১৩, ২৭ অক্টোবর ২০১৬

প্যাকেজ ভ্যাট কমানোর দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্যাকেজ ভ্যাট কমানোর দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা। এ আন্দোলনকে সামনে রেখে নতুন কর্মসূচী ঘোষনা দিয়েছেন ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা। এরই ধারাবাহিকতায় আগামী ২ নভেম্বর রাজধানীর সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচীর ঘোষনা দেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, গত বাজেটে এই ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে। বিশেষ করে ছোট ছোট দোকানে এ কারণে খরচ বেড়ে যাবে অনেক। এ ধর্মঘটের আগে ৩০ অক্টোবর মতিঝিলে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই কার্যালয় এর সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীরা জানান, গত অর্থবছরে প্যাকেজ ভ্যাটের পরিমাণ ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে। দ্বিগুণ হারে ভ্যাট আরোপ হওয়ায় ব্যবসার খরচ বেড়ে গেছে অনেক। ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, প্যাকেজ ভ্যাট আগের মতো বহাল রাখতে। এছাড়া ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে আগামী ২ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এসময় আরেক ব্যবসায়ী নেতা আবুল কাসেম খান জানান, আমাদের দাবি ছিল উৎপাদন বা আমদানি পর্যায়ে ভ্যাট নেয়া হোক। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুস সালাম, সংগঠনের সমন্বয়কারী গিয়াস উদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
×