ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অটিজম সম্মেলনে

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে ভুটান

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে ভুটান

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী বছর ভুটানে অনুষ্ঠেয় অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছে ভুটান। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি। তিনি জানান, শীঘ্রই ভুটান বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে। খবর ওয়েবসাইটের। আগামী বছর এপ্রিলের ১৯ থেকে ২১ তারিখ ভুটানের রাজধানী থিম্পুতে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুরোধে সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক এ্যাডভাইজরি কমিটির সদস্য এবং বাংলাদেশের অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় এ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন ভুটানে এই সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সূচনা ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে।
×