ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ৩০ অপহৃত ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গীরা

প্রকাশিত: ০৮:০৪, ২৭ অক্টোবর ২০১৬

আফগানিস্তানে ৩০ অপহৃত ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গীরা

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের ঘুর প্রদেশে ৩০ ব্যক্তিকে অপহরণের পর হত্যা করেছে আইএস জঙ্গীরা। প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাহাড়ী অঞ্চল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গেলে অপহরণ করে জঙ্গীরা। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। আইএসের এক কমান্ডারও এ সময় নিহত হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র। খবর এএফপি ও বিবিসির। আফগানিস্তানে কিছুটা সমর্থন পাচ্ছে আইএস। কোন কোন অঞ্চলে এই জঙ্গীগোষ্ঠীটি অপর উগ্রপন্থী তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্থানীয় লোকজন বুধবার সকালে তাদের মৃতদেহ খুঁজে পায়।
×