ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন ॥ আহত ১৫

প্রকাশিত: ০৮:০২, ২৭ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ অক্টোবর ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে একটি চলন্ত বাসে বুধবার সন্ধ্যায় অগ্নিকা-ে মহিলাসহ অন্তত ১৫ যাত্রী দগ্ধ হয়েছে। এ ঘটনায় সড়কে অন্তত দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৩৬৪) মাধবপুর পৌর শহরের উপজেলা পরিষদের সম্মুখে পৌঁছামাত্র বাসটিতে আকস্মিক আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। আগুনের লেলিহান শিখা ইতোমধ্যে বাসটির অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। এতে বাসটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ে। অবশ্য বাসযাত্রীদের সবাই বাসের দরজা দিয়ে বের হয়ে আসেন। খবর পেয়ে উপজেলা ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×