ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

আলিয়ার যাপিত জীবন

প্রকাশিত: ০৬:২৯, ২৭ অক্টোবর ২০১৬

আলিয়ার যাপিত জীবন

জন্মের পরই হয়ত অপেক্ষায় ছিলেন, কবে সেলিব্রেটি হবেন! অপেক্ষ তার দীর্ঘ হয়নি। মাত্র ছয় বছর বয়সে বলিউডে অভিষেক। ঊনিশ বছর বয়সে গুণী নির্মতা ও প্রজযোক কারণ যোহারের নায়িকা, এর পর ফ্লিম ফেয়ার, স্টার ডাস্ট ম্যগাজিনের উদীয়মান সেলিব্রেটি। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের সুকন্য এবং এই সময়ের আলোচিত সেলিব্রেটি। আলিয়া ভাট। নিজস্ব গ্লামার, ফ্যাশন এবং স্টাইলের উজ্জ্বল তারকা। ২০১২ সালে কারণ যোহার পরিচালিত বক্স অফিসের সফল রোমান্টিক কমেডি সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ারে জনান দিয়েছিলেন আগামীতে তাঁর সম্ভাবনা। হ্যাঁ। তিনি সফল। সময়ের অল্প পরিক্রমায় তিনি পৌঁছে গেছেন বেশ ক্ষাণিক উচ্চতায়। খুব বেশি রমরমা বাণিজ্যিক ছবি না করেও, নিজের একটা আবেদন তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন। হাইওয়ে, টু-স্টটস, হামটি শর্মা কি দুলহানিয়া, সানদার কাপুর এ্যান্ড সন্স ও উড়তা পাঞ্জাব এসব চলচ্চিত্রে একে বারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে গল্পের সঙ্গে মিশে যেতে সক্ষম হয়েছেন। আলোচক সমালোচক ও বোদ্ধার দৃষ্টি কেরেছেন। বিশেষ করে ইমতিয়াজ আলীর অফ ট্রেকের সিনেমা হাইওয়েতে একজন স্টকহোম সিনড্রোম রোগে আক্রান্ত কিশোরীর চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কেড়েছেন। ব্যক্তিগত চমক ও ছিল তাঁর এই ছবিতে। বিশ্ব নন্দিত সঙ্গীতাজ্ঞ এ আর রহমানের মিউজিক কম্পোজে কণ্ঠ দিয়েছিলেন ‘সোহা সোহা’ গানটিতে। কোন কোন সিনেমায় চকলেট গার্লের অভিনয় করে দর্শকদের অন্তপুরীতে হালকা উষ্ণতাও ছরিয়েছেন। চলতি বছর ব্যাপক আলোচিত সমালোচিত চলচ্চিত্র উড়তা পাঞ্জাবে, সীমান্তবর্তী আভিবাসী অধ্যুষিত গ্রাম্য বালিকার চরিত্রে অভিনয় করে নিজেকে বেশ উজ্জ্বল ভাবেই মেলে ধরতে পেরেছেন উড়তে থাকা এই বালিকা! যে কারণে তিনি বলিউডের গুণী পরিচালকদের আস্থা অর্জন করেছেন। আলিয়া এখন বলিউডে নিজস্ব পরিচয়ে দীপ্তিময়ী। আগামীকাল বহুল আলোচিত ও তারকানির্ভর সিনেমা ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় ডিজের বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। তবে এসব থেকেও ক্যারিয়ারের সব থেকে উজ্জ্বল মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে তার। আসছে ২৫ নবেম্বর ২০১৬ তার বহুল আলোচিত চলচ্চিত ‘ডিয়ার জিন্দেগী’ মুক্তি পেতে যাচ্ছে। সুপারস্টার বলিউড বাদশা শাহরুখ খান তার সহশিল্পী। শাহরুখ খানের মতো বড় সুপারস্টারের সঙ্গে আলিয়া এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করেছেন। যে কারণে আলিয়া ‘সো মাচ এক্সাইটেট’। হয়ত আকাশছোঁয়ার হাতছানিও অপেক্ষা করছে তার! অসম-বয়সী যুগলের সম্পর্ক, শুদ্ধ জীবন বোধ, দৃষ্টিনন্দন চিত্র ধারণ এ সবই এই চলচ্চিত্রের বিশেষত্ব।‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত পরিচালক গৈৗরি সিন্ধে পরিচালনা করেছে ছবিটি। বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই আনন্দের, তবে তা উপভোগ করতে জানতে হয়। প্রকৃতির সঙ্গে জীবনের সখ্য গড়ে তোলা, জীবনের সব রূপ সাদরে মেনে নেয়া, এ সবই প্রিয় জীবনের মূল দর্শন। এমনটাই ডিয়ার জিন্দেগীর বার্তা। এ সিনেমা নিয়ে শাহরুখ নিজেও বেশ উচ্ছ্বাসিত। পাশাপাশি সহশিল্পী আলিয়া ভাটের সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন। সবমিলে আলিয়া হয়ত অপেক্ষা করছেন ‘ডিয়ার জিন্দেগীর’ মধ্যদিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে।
×