ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবলের দৈন্যদশা

সাবেক ফুটবলাররা মুখ খুলবেন আজ

প্রকাশিত: ০৬:২৩, ২৭ অক্টোবর ২০১৬

সাবেক ফুটবলাররা মুখ খুলবেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকের মতেই বর্তমানে দেশের ফুটবলের এ দুরবস্থার জন্য দায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটি। তাদের অযোগ্যতা আর অদক্ষতার কারণে ভুটানের মতো দুর্বল দলের কাছেও বাংলাদেশকে হারতে হচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশ এখন তাদের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। ফুটবলের এ করুণ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে চান এক ঝাঁক সাবেক জাতীয় ফুটবলার। সে লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, মোঃ মঞ্জু, জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারওয়ার টিপু, সাবেক ফুটবলার আব্দুল গাফফ্ার, ইমতিয়াজ সুলতান জনি, হাসান আল মামুন, ইমতিয়াজ আহমেদ নকীব, মিজানুর রহমান ডন, মতিউর মুন্না, মাসুদ রানা প্রমুখ। আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী শুক্রবার ও শনিবার আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২৪০ সাঁতারু অংশগ্রহণ করবে। আগামী শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দীন আহমেদ। আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার প্রদান করবেন সমাজকল্যাণ সচিব জিল্লুর রহমান। শাপলার জয় সামার ওপেন ব্যাডমিন্টনে স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলমান রকল্যান্ড সামার ওপেন (র‌্যাঙ্কিং) ব্যাডমিন্টন টুর্নামেন্টের বুধবারের খেলায় মহিলা এককে জয় কুড়িয়ে নিয়েছেন বর্তমান শিরোপাধারী শাপলা আক্তার। কাওয়াসাকি ব্যাডমিন্টন দলের এই প্রমীলা শাটলার অনায়াসেই হারান ২১-১৫, ২১-১৬ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর নাবিলা আক্তারকে। এছাড়া সেনাবাহিনীর বৃষ্টি বিডিসির ঊর্মিকে এবং সেনাবাহিনীর ইরিনা একই দলের রেহানাকে হারান। পুরুষ এককে জয় পান স্ক্যামকোর রাজিব, এলএইচবিসির আকরান, সুমিত, এনাম বিএ’র আলমাস, সেনাবাহিনীর মুন্না, মোরসালিন, ডিবিসিসির আরাফাত, এসআরবিসির ফয়সাল, রুবেল এবং ফেনীর ইমরান। পুরুষ দ্বৈতে জয়লাভ করেন দুলাল-খালেদ, মিন্নাত-রবিউল, আকরাম-আদর, মিন্টু দেব-সুমন, হৃদয়-কিরণ এবং মাসুদ-টিপু জুটি। এ প্রতিযোগিতায় পুরুষ এককে ১৯৫, মহিলা এককে ২৫ জন, পুরুষ দ্বৈতে ১০৭ ও মহিলা দ্বৈতে ১১ দল অংশগ্রহণ করছে।
×